Honor Play 20 Pro লঞ্চ হল ৮ জিবি র্যামের সাথে, ৬৫ মিনিটে হবে ফুল চার্জ
Honor একপ্রকার চুপিচুপি তাদের নতুন ফোন Honor Play 20 Pro লঞ্চ করল। Honor Play 20 এর পর এটি সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে বাজারে পা রাখল। নতুন এই প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। আবার Honor Play 20 Pro ফোনে পাওয়া যাবে OLED ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও ৩,৮০০ এমএএইচ ব্যাটারি। আসুন ফোনটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Play 20 Pro এর দাম ও লভ্যতা
অনর প্লে ২০ প্রো এর দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৪০০ টাকা)। এই মূল্য ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। চীনের বাইরে ফোনটি কবে আসবে তা এখনও অনর জানায়নি।
Honor Play 20 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
অনর প্লে ২০ প্রো ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে। ডিউ ড্রপ নচের এই ডিসপ্লে ডিসিআই পি৩ কালার গ্যামেট সাপোর্ট করে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অনর প্লে ২০ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য Honor Play 20 Pro ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৩,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ফুল চার্জ হতে ৬৫ মিনিট সময় নেবে।