108MP ক্যামেরা, কার্ভড OLED ডিসেপ্লে সহ তাক লাগানো ফিচার্স, বাজার কাঁপাতে প্রস্তুত Honor X50 GT

Update: 2023-12-29 18:03 GMT

অনর সম্প্রতি Honor X50 GT লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৪ জানুয়ারি চীনে ফোনটি আত্মপ্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই চীনে সংস্থার ওয়েবসাইটের লিস্টিং থেকে স্মার্টফোনটির রেন্ডার প্রকাশ্যে এসেছে। পাশাপাশি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ডিভাইসটির বৈশিষ্ট্যগুলিও সামনে এনেছেন। আর এখন, অনর এক নতুন টিজারের মাধ্যমে X50 GT-এর চিপসেটের নাম সহ বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Honor X50 GT-এর স্পেসিফিকেশন

কোম্পানির নতুন টিজার অনুযায়ী, অনর এক্স৫০ জিটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরর সঙ্গে আসবে। চিপটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি হয়েছে। এটি ৩.২ গিগাহার্টজে রান করা কর্টেক্স-এক্স২ কোর, ২.৭৫ গিগাহার্টজ ক্লক স্পিডের তিনটি কর্টেক্স এ৭১০ কোর, ২.০ গিগাহার্টজ গতির চারটি কর্টেক্স এ৫১০ কোর দ্বারা গঠিত এবং এতে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ রয়েছে। কোম্পানি সেরা পারফরম্যান্স প্রদান করতে অনর জিপিইউ টার্বো ফিচারটি অন্তর্ভুক্ত করবে।

কোম্পানির টিজারে উল্লেখ করা হয়েছে যে, অনর এক্স৫০ জিটি স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত অনর ৯০ জিটি স্মার্টফোনের চেয়ে বেশি ফ্রেম রেট অফার করতে পারে। এই ফোনে কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। অনর এক্স৫০ জিটি কালো এবং সাদা রঙে পাওয়া যাবে।

Honor X50 GT-এর রিয়ার প্যানেলে ম্যাট্রিক্স এআই ভিশন ক্যামেরা ব্র্যান্ডিং সহ বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে। ডিভাইসটির হোয়াইট কালার ভ্যারিয়েন্টটি ক্যামেরা মডিউলের সাথে সংযোগকারী রিয়ার প্যানেলের মাঝখানে একটি গোল্ডেন স্ট্রিপও দেখা যাবে। অনর স্মার্টফোনটিকে ১/১.৬৭ ইঞ্চি এবং এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে।

এই অনর স্মার্টফোনটি একটি সেকেন্ডারি রিয়ার ক্যামেরার সাথে আসবে, যা একটি আল্ট্রাওয়াইড সেন্সর হতে পারে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি ডিভাইসের ডানদিকে অবস্থান করবে। লিস্টিংটি নিশ্চিত করে যে, অনর বেস ভ্যারিয়েন্টটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজে আনবে। আর ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ অপশনেও লঞ্চ হবে ফোনটি। দাম ২,০০০ ইউয়ান (প্রায় ২৩,৬০০ টাকা) থেকে ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৫,৪০০ টাকা) হতে পারে।

এছাড়া, ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি প্রকাশ করেছেন, Honor X50 GT-এ ১.৫কে রেজোলিউশনের সাথে কার্ভড ওলেড ডিসপ্লে থাকবে। ফোনটিতে উচ্চ-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং ফিচার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে বলে আশা করা হচ্ছে। Honor X50 GT-এ সম্ভবত ৩৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট ৫,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। আর অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ (Magic OS 7.2) কাস্টম স্কিনে চলবে।

Tags:    

Similar News