Honor X9b Launched: ফ্ল্যাগশিপ কিলার ফোন আনল অনর, ক্যামেরা সহ ফিচারে মুগ্ধ হবেন
আজ ভারতে এন্ট্রি নিলো Honor X9b। নবাগত এই স্মার্টফোনের দাম ২৬,০০০ টাকারও কম রাখা হয়েছে। ফিচার হিসাবে এতে - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ম্যাজিকটেক্সট বৈশিষ্ট্য বিদ্যমান থাকছে। আবার এই হ্যান্ডসেট কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল সহ এসেছে, যা এতটাই টেকসই যে হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না। চলুন Honor X9b স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক…
ভারতে Honor X9b স্মার্টফোনের দাম এবং লভ্যতা
অনর এক্স৯বি স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এটি দুটি কালার অপশনে এসেছে, যথা - সানরাইজ অরেঞ্জ এবং মিডনাইট ব্ল্যাক। যার মধ্যে প্রথম বিকল্পটি ভেগান লেদার ফিনিশিং অফার করে। আগ্রহীরা এই ডিভাইস আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে কিনতে পারবেন।
সেল অফারের কথা বললে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে অনর এক্স৯বি কিনলে ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। পাশাপাশি আপনারা ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের লাভ ওঠাতে পারবেন।
Honor X9b এর স্পেসিফিকেশন ও ফিচার
Honor X9b স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৬৫২×১২২০ পিক্সেল) কার্ভড AMOLED টাচস্ক্রিন আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে, এই ডিসপ্লে ক্র্যাক-প্রতিরোধী হওয়ায় খুবই টেকসই। এমনকি যেকোনো দুর্ঘটনাজনিত ড্রপ থেকেও নিরাপদ। অনর এই ফোনের সাথে, ক্রয়ের ছয় মাস পর্যন্ত বিনামূল্যে একবার স্ক্রিন প্রতিস্থাপনের সুবিধা দিচ্ছে।
এদিকে সিকিউরিটির জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। ভালো পারফরম্যান্স অফারের জন্য Honor X9b ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ৭১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এই সফ্টওয়্যার একাধিক এআই-চালিত বৈশিষ্ট্যের সুবিধা অফার করে। এছাড়া স্টোরেজ হিসাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি মেমরি পাওয়া যাবে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেকেন্ডারি লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। এদিকে ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (অ্যাপারচার: এফ/২.৫) দেখা যাবে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নবাগত এই হ্যান্ডসেটে ম্যাজিকটেক্সট ফিচার বিদ্যমান। যার সাহায্যে ক্যামেরা ব্যবহার করে যেকোনো টেক্সট স্ক্যান করা সম্ভব এবং একই সাথে ফাইলে কনভার্টের সুবিধাও পাওয়া যাবে। এই ফোনে প্রাইভেসি অ্যাসিস্টেন্ট রয়েছে, যা ডিভাইসে ইনস্টল থাকা যাবতীয় অ্যাপের পারমিশন পরিচালনা করতে সহায়তা করে।
Honor X9b স্মার্টফোনে আছে ৫,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ৫জি-এনাবল ডিভাইসে কানেক্টিভিটির জন্য - ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১ এবং জিপিএস অন্তর্ভুক্ত। এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক অনুপস্থিত থাকছে। তবে আইআর সেন্সরের সুবিধা পাওয়া যাবে। পরিশেষে এই ফোনের পরিমাপ ১৬৩.৬x৭৫.৫x৮ মিমি এবং ওজন ১৮৫ গ্রাম।