Huawei Nova 8i বড় ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Update: 2021-10-12 16:25 GMT

Huawei Nova 8i একপ্রকার চুপিচুপি আজ জার্মানিতে পা রাখল। এই 4G ফোনটি হুয়াওয়ে মোবাইল সার্ভিস সহ লঞ্চ হয়েছে। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। আবার Huawei Nova 8i ফোনে পাওয়া যাবে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চ অফার হিসেবে এই ফোনের সাথে Huawei FreeBuds 4i ইয়ারবাড বিনামূল্যে দেওয়া হবে। এর আগে গত জুলাই মাসে মালয়েশিয়ায় ফোনটির উপর থেকে প্রথমবার পর্দা সরানো হয়েছিল।

Huawei Nova 8i দাম

জার্মানিতে হুয়াওয়ে নোভা ৮ আই ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৩৪৯ ইউরো (প্রায় ৩০,০০০ টাকা)। ফোনটি মুনলাইট সিলভার ও স্ট্যারি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। Amazon থেকে ফোনটি ক্রয় করা যাবে।

Huawei Nova 8i স্পেসিফিকেশন, ফিচার

হুয়াওয়ে নোভা ৮ আই অ্যান্ড্রয়েড ১০ বেসড ইএমইউআই ১১ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনের সামনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৩৭৬ পিক্সেল) টিএফটি এলসিডি। এর স্ক্রিন টু বডি রেশিও ৯৪.৭ শতাংশ এবং ডিসপ্লে ডিজাইন পিল শেপ, যার কাট আউটের মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

আবার হুয়াওয়ে নোভা ৮ আই ফোনের পিছনে দেখা যাবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

Huawei Nova 8i ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যার সাথে ৬৬ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে উপলব্ধ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News