Smartphones: মোবাইল ফোনে থাকতেই হবে এই ফিচার, স্মার্টফোন কোম্পানিদের বড় নির্দেশ ভারত সরকারের
ভারত সরকারের প্রচেষ্টায় পুনরায় ফিরতে চলেছে বেতার যুগের আবহ। বর্তমান যুগে স্মার্টফোনের সক্রিয়তায় আমাদের দৈনন্দিন জীবন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছিল বেতার বা রেডিও-র গুরুত্ব। সেই হারিয়ে যাওয়া গুরুত্বকেই পুনরায় ফিরিয়ে আনতে এবার সচেষ্ট কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সরকারের মন্ত্রক দ্বারা এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। যেখানে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY), ভারতীয় সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) এবং তথ্য প্রযুক্তি সংস্থার (MAIT) সদস্যরা উপস্থিত ছিল। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিটি মোবাইল ফোনে এফএম রেডিও (FM Radio) থাকা বাধ্যতামূলক করতে হবে।
নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সরকারের তরফ থেকে ভাবা হয়েছে, যেমন - FM Radio উপলব্ধ মোবাইল ফোনের পরিমাণ বৃদ্ধি, জরুরী অবস্থায় এফএম রেডিওর গুরুত্ব বোঝানো ইত্যাদি।
এফএম রেডিও উপলব্ধ মোবাইল ফোনের পরিমাণ বৃদ্ধি
উল্লেখ্য , বিগত কয়েক বছরে এফএম রেডিও উপলব্ধ মোবাইল ফোনের চাহিদা ও গুরুত্ব হ্রাসের একটি ধারাবাহিক অবস্থা লক্ষ্যণীয়। এই অবস্থা থেকে এফএম রেডিও উপলব্ধ মোবাইল ফোনের চাহিদা ও গুরুত্বকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এখনো ভারতবর্ষের বহু জায়গা সুনিশ্চিত ও নিরাপত্তামূলক যোগাযোগ ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত। সেইসমস্ত প্রান্তিক জায়গাগুলিতে বিনামূল্যে বেতার পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরিষেবা সক্রিয়করণের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করতে হবে, যাতে যে কোনো দুর্যোগপূর্ণ বা জরুরী অবস্থায় সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে সেই জায়গায় বসবাসকারী জনবসতির সঙ্গে সরকারের তরফ থেকে যোগাযোগ স্থাপন করা সম্ভবপর হয়। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের গুরুত্ব ও কার্যকারিতাও সাধারণের মধ্যে বিশেষভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
জরুরী অবস্থায় এফএম রেডিওর গুরুত্ব
কোভিড ১৯ – এর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশজুড়ে ছড়িয়ে থাকা এফএম ট্রান্সমিটার ও এফএম নেটওয়ার্ক কীভাবে পরিস্থিতির মোকাবিলায় সহায়ক হয়ে উঠেছিল সেই কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে দেশের প্রতিটি পিছিয়ে পড়া অঞ্চলে স্বতন্ত্র্য রেডিও সেট সরবরাহ এবং গড়িতে ও মোবাইল ফোনে এফএম রেডিও সক্রিয়করণের ওপর জোর দিতে হবে, যাতে যে কোনো সমস্যাবহুল পরিস্থিতে দ্রুত যোগাযোগের মাধ্যমে জনজীবনকে সুরক্ষিত রাখার দিকটিতে বিলম্ব না হয়।
মোবাইল ফোনে এফএম রেডিও সক্রিয়করণের ওপর গুরুত্ব আরোপ
প্রয়োজনীয় পরিস্থিতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য যে সমস্ত মোবাইল ফোনে এফএম রেডিও রিসিভার ফাংশন বর্তমান, সেইসব মোবাইল ফোনে এফএম রেডিও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকার মন্ত্রকের তরফ থেকে এবং যে সমস্ত ফোনে এই নির্দিষ্ট ফিচারটি উপলব্ধ নয় সেইসমস্ত ফোনেও যাতে এই ফিচারটি যোগ করা হয় তার জন্য মোবাইল ফোন সংস্থাগুলিকে অনুরোধ জানানো হয়েছে।
রিয়েল টাইম তথ্য প্রচার ও এফএম নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের আওতাভুক্ত করা
এফএম রেডিওর নেটওর্য়াক সম্প্রসারণ এবং দেশের প্রান্তিক জায়গাগুলিতে তার অভিগম্যতা বাড়ানোর মধ্যে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের আওতাভুক্ত করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করতে হবে। পাশাপশি যেকোনো প্রয়োজনীয় পরিস্থিতিতে রিয়েল টাইম তথ্য প্রচারের মাধ্যমে দেশবাসীকে অবগত করার ক্ষেত্রেও যাতে এফএম রেডিও সক্রিয় ভূমিকা পালন করতে পারে সেই বিষয়টিও এক্ষেত্রে একটি অন্যতম গুরুতর পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে।