Infinix Hot 40 সিরিজে থাকবে শক্তিশালী প্রসেসর, প্লে কনসোল থেকে বড় তথ্য ফাঁস

Update: 2023-11-04 04:31 GMT

ইনফিনিক্স (Infinix) তাদের জনপ্রিয় Hot লাইনআপের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। Infinix Hot 40 সিরিজে আসবে Infinix Hot 40i এবং Infinix Hot 40 Pro। লঞ্চের আগেই এখন, আসন্ন হ্যান্ডসেটগুলি গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে নানা বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

প্রকাশিত হল Infinix Hot 40 সিরিজের চিপসেটের নাম

ইনফিনিক্স হট ৪০ সিরিজের তিনটি মডেলকেই গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে। এর আগে, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর সাইটে ইনফিনিক্স হট ৪০ মডেলকে দেখা গিয়েছিল। একইভাবে, বেস মডেল এবং হট ৪০আই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ডেটাবেসে উপস্থিত হয়েছে। এমনকি, ইনফিনিক্স হট ৪০আই-কে টিডিআরএ (TDRA) সার্টিফিকেশনেও দেখা গেছে। গুগল প্লে কনসোল প্রতিটি হট ৪০ সিরিজের মডেলে ব্যবহৃত প্রসেসরগুলির নাম প্রকাশ করেছে।

এর মধ্যে, স্ট্যান্ডার্ড ইনফিনিক্স হট ৪০ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে, অর্থাৎ এই ডিভাইসটি ৫জি কানেক্টিভিটি অফার করবে না। সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে জানা গেছে যে, ইনফিনিক্স হট ৪০ ফুলএইচডি+ রেজোলিউশন (২,৪৬০×১,০৮০) অফার করবে। এই মডেলটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং ৮ জিবি র‍্যাম অফার করবে। অন্যদিকে, ইনফিনিক্স হট ৪০ প্রো মডেলটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরের সাথে আসবে। এমনকি, এই হাই-এন্ড প্রো সংস্করণটিও ৪জি সংযোগই সীমাবদ্ধ থাকবে। প্রসেসরটি ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত হবে। আর, এর ডিসপ্লেটি ফুলএইচডি+ রেজোলিউশন (২,৪৬০×১,০৮০) সাপোর্ট করবে।

সবশেষে, Infinix Hot 40i-তে UNISOC T606 প্রসেসর ব্যবহার করা হবে, যা ৪ জিবি র‍্যামের সাথে যুক্ত হবে। এই মডেলটি একটি এন্ট্রি লেভেল বাজেট ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্য দুটি মডেলের মতো, Hot 40i-ও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে, যদিও এটি শুধুমাত্র এইচডি+ রেজোলিউশন (১,৬১২×৭২০) অফার করে। ইনফিনিক্স আগামী বছরের কোনও এক সময়ে ফোনগুলি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।

Tags:    

Similar News