256GB স্টোরেজের সবচেয়ে সস্তা ফোন হতে পারে Infinix Hot 40i, শীঘ্রই ভারতে আগমন

Update: 2024-02-05 12:54 GMT

ইনফিনিক্স শীঘ্রই ভারতে একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যার নাম Infinix Hot 40i এবং এটি চলতি মাসেই এদেশের বাজারে পা রাখতে পারে। যদিও কোম্পানির তরফে এখনও নিশ্চিতভাবে ডিভাইসটির সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে একটি নতুন রিপোর্টে ফোনটির লঞ্চ টাইমলাইন ফাঁস করেছে।

ভারতে Infinix Hot 40i-এর লঞ্চ টাইমলাইন

৯১মোবাইলস-এর রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স হট ৪০আই এই মাসের প্রথমার্ধেই বিক্রির জন্য উপলব্ধ হবে। অর্থাৎ, এটি কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে। ফলে আশা করা যায় ইনফিনিক্স খুব শীঘ্রই ফোনটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। চীনা কোম্পানিটি গত বছর নভেম্বর মাসে প্রাথমিকভাবে সৌদি আরবে হট ৪০আই স্মার্টফোনটি উন্মোচন করেছিল৷ এটি ভারতে ইনফিনিক্স হট৪০ সিরিজের প্রথম মডেল হবে৷

এর পাশাপাশি জানা গেছে যে, হ্যান্ডসেটটি একটিমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে। যেহেতু ইনফিনিক্স হট ৪০আই বাজেট রেঞ্জের মার্কেটকে লক্ষ্য করবে, তাই এটি ভারতের ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন হতে পারে৷ হট ৪০আই সম্ভবত ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট এবং গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো একটি মাইক্রোএসডি কার্ড স্লট সহ আসতে পারে। জানিয়ে রাখি, ইনফিনিক্স হট ৪০আই-এর গ্লোবাল সংস্করণে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৬ ইঞ্চির এলিসিডি প্যানেল রয়েছে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 40i-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং করে৷ ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান, আর সামনে একটি ৩২ মেগাপিক্সেএলইডি সেলফি ক্যামেরা অবস্থান করছে। Infinix Hot 40i-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।

Tags:    

Similar News