Inifinix Smart 8 Plus সস্তায় বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস

Update: 2023-12-12 09:03 GMT

ইনফিনিক্স সম্প্রতি ভারতে বাজেট রেঞ্জের Infinix Smart 8 HD লঞ্চ করেছে। তবে এখানেই শেষ নয়, ব্র্যান্ডটি বর্তমানে Smart 8 সিরিজের অধীনে আরেকটি স্মার্টফোনের ওপর কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে, যার নাম Infinix Smart 8 Plus। ফোনটির গুগল প্লে কনসোল (Google Play Console) লিস্টিং থেকে এবার স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ হয়েছে।

X6526 মডেল নম্বর সহ ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনটি গুগল প্লে কনসোলে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন ডেটাবেসে ফোনটির সামনের অংশের ছবিও দেখা গেছে। রেন্ডার অনুযায়ী, ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে থাকবে, যা মোটা বেজেল ও চিন দ্বারা বেষ্টিত হবে। লিস্টিং অনুসারে, এতে মিডিয়াটেক এমটি৬৭৬৫ প্রসেসর ব্যবহার হবে এবং ২.৩ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স-এ৫৩ কোর এবং ১.৮ গিগাহার্টজ গতির চারটি কর্টেক্স-এ৫৩ কোর রয়েছে।

এই তথ্যগুলি দেখে অনুমান করা হচ্ছে যে প্রসেসরটি সম্ভবত মিডিয়াটেক হেলিও পি৩৫। স্মার্টফোনটি ৩ জিবি র‍্যামের সাথে আসবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়া, গুগল প্লে কনসোল লিস্টিং থেকে আরও জানা গিয়েছে যে, ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস-এর ডিসপ্লে রেজোলিউশন হবে ৭২০ x ১,৬১২ পিক্সেল এবং ৩২০ এক্সএইচডিপিআই স্ক্রিন ডেনসিটির সাথে আসবে। স্মার্টফোনের বাদবাকি স্পেসিফিকেশন এখনও অজানাই রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া Infinix Smart 8 HD-তে পাঞ্চ-হোল কাটআউট এবং Apple iPhone-এর ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ ইন্টারেক্টিভ ফিচার সহ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। ডিভাইসটি ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ UniSoC T606 প্রসেসরে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Smart 8 HD বড় ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে।

Tags:    

Similar News