200MP ক্যামেরা বিশিষ্ট এই Smartphone কিনুন মাত্র ১২ হাজারে, অফার শেষ আজ রাতেই

Update: 2023-03-05 10:26 GMT

মুঠোফোনের মাধ্যমে ফটোগ্রাফির প্রবণতা এখন কমবেশি সকলেরই। কারণ এখন স্মার্টফোনে এত উচ্চমানের ক্যামেরা ফিচার উপলব্ধ থাকে, যার জন্য ভালো ছবি তুলতে আলাদা করে ক্যামেরার প্রয়োজন হয়না। এমত পরিস্থিতিতে আপনার যদি মোবাইল ফটোগ্রাফির শখ থাকে এবং এই মুহূর্তে আপনি একটি ভালো ক্যামেরা বিশিষ্ট ফোন সস্তায় কিনতে চান, তাহলে আজ আপনার জন্য রয়েছে দারুণ একটি সুখবর – এই মুহূর্তে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেটআপযুক্ত Infinix Zero Ultra 5G ফোনটি ১৫,০০০ টাকারও কমে কেনার সুযোগ মিলছে, যার দাম এমনিতে ৫০ হাজার টাকা। আসলে, এই মুহূর্তে Flipkart-এ চলছে Big Bachat Dhamaal সেল; আর এই সেলেই Infinix-এর আকর্ষণীয় ফোনটি ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার ইত্যাদির সৌজন্যে এর রিটেল প্রাইস থেকে অত্যন্ত কম টাকায় কেনা যেতে পারে। তবে আজ রাতেই Flipkart-এর সেলটি শেষ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি Infinix Zero Ultra 5G-তে উপলব্ধ অফার এক নজরে দেখে নিন এবং এটিকে সস্তায় খরিদ করে ফেলুন। বলে রাখি, এই ফোনে ভালো ক্যামেরার পাশাপাশি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, সুপার ফাস্ট চার্জিং, দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ইত্যাদি ফিচারও মিলবে।

সস্তায় কিনে ফেলুন Infinix Zero Ultra 5G এবং চুটিয়ে হোলির ফটোগ্রাফি করুন

ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি ফোনের ৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৪৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট এখন এর দামের ওপর ৩৪% (১৭,০০০ টাকা) ছাড় দিচ্ছে, যার ফলে এটি ৩২,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস (Flipkart Axis) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনের দাম পেমেন্ট করলে মিলবে ৫% ক্যাশব্যাক। এছাড়াও ডিবিএস (DBS) ব্যাঙ্ক এবং আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ওপর যথাক্রমে ৭৫০ টাকা ও ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে একসাথে পুরো দাম দিতে না চাইলে, এই ফোনটি মাসিক ইএমআই (ব্যাঙ্ক কার্ড বা ফ্লিপকার্ট পে লেটার অপশনের মাধ্যমে) কেনা যাবে।

এখানেই শেষ নয়! সবচেয়ে আশ্চর্যজনক হল ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনে উপলব্ধ এক্সচেঞ্জ অফার। এই ফোনটি কেনার ক্ষেত্রে পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ২০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট; যদিও এক্সচেঞ্জ ভ্যালুর মান নির্ভর করবে পুরোনো ফোনের অবস্থা বা ব্র্যান্ড-মডেলের ওপর। তবে পুরো ছাড় বা সমস্ত অফার কাজে লাগানো গেলে এই ফোন মাত্র ১২,০০০ টাকার কাছাকাছি দামে কেনা যাবে।

Infinix Zero Ultra-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি ফোনে আছে ৬.৮ ইঞ্চি ফুলএইচডি+ ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসরের মাধ্যমে চালিত হয়, যেখানে এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে; কোম্পানির মতে এটি মাত্র ১২ মিনিটে ফুল চার্জ (১০০%) হয়ে যাবে।

এদিকে ফটোগ্রাফির জন্য এই ইনফিনিক্স স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উপরন্তু ফোনটি ৫জি (5G) কানেক্টিভিটি অফার করবে।

Tags:    

Similar News