লঞ্চের আগেই ফাঁস আসন্ন iPhone 14 Pro এবং Pro Max-এর দু-দুটি ফিচার, জেনে নিন বিশদ
আমেরিকা ভিত্তিক টেক জায়ান্ট Apple (অ্যাপল) বিকশিত iPhone 14 (আইফোন ১৪) সিরিজ লঞ্চ হতে আর মাত্র এক সপ্তাহের মতো বাকি। সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, চলতি বছরের শুরু থেকেই আলোচ্য স্মার্টফোন লাইনআপ সম্পর্কে একাধিক গুজব শোনা গেছে টেকমহলে। কখনো সম্ভাব্য ফিচার, কখনো লঞ্চের তারিখ ইত্যাদি নানাবিধ তথ্য উঠে এসেছে মিডিয়া রিপোর্টে। আর এখন লঞ্চের প্রাক্কালে বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছেন যে, গত বছর লঞ্চ হওয়া iPhone 13 Pro (আইফোন ১৩ প্রো) এবং iPhone 13 Pro Max (আইফোন ১৩ প্রো ম্যাক্স)-এর তুলনায় আরও ভাল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সাথে আসবে আসন্ন সিরিজটির দুটি টপ-এন্ড মডেল iPhone 14 Pro (আইফোন ১৪ প্রো) এবং iPhone 14 Pro Max (আইফোন ১৪ প্রো ম্যাক্স)। একই সাথে, উল্লিখিত 'Pro' মডেলগুলি পূর্বসূরীদের তুলনায় হাই চার্জিং স্পিড সমর্থন করবে বলেও দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পরবর্তী প্রজন্মের iPhone 14 সিরিজ এবং Apple Watch Series 8 আগামী ৭ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে।
আরও ভাল ক্যামেরা এবং চার্জিং স্পিড মিলবে iPhone 14 সিরিজের প্রো মডেলদ্বয়ে
অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও সম্প্রতি টুইটারে পোস্ট শেয়ার করার মাধ্যমে জানিয়েছেন যে, আপকামিং আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল দুটিতে আপগ্রেডেড আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। এক্ষেত্রে, উভয়ই ১.৪ মাইক্রোমিটার (μm) সাইজের ইমেজ সেন্সরসহ আসতে পারে; যেখানে কিনা বিদ্যমান আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স -এ ১.০ মাইক্রোমিটার সাইজের ইমেজ সেন্সর উপস্থিত। যাইহোক কুও আরও বলেছেন যে, সি-মস (CMOS) ইমেজ সেন্সর (CIS), ভয়েস কয়েল মোটর (VCM) এবং কমপ্যাক্ট ক্যামেরা মডিউল (CCM)-এর মত আপগ্রেডেড অপশন থাকায় আইফোনগুলির ইউনিট প্রতি মূল্য যথাক্রমে প্রায় ৭০%, ৪৫% এবং ৪০% বৃদ্ধি পেতে পারে। তুলনায় অন্যান্য কম্পোনেন্টের দাম খুবই সীমিত পরিমান বৃদ্ধি পাবে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।
তদুপরি, আইফোনের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আপগ্রেডের ক্ষেত্রে Sony (CIS), Minebea (প্রথম VCM সাপ্লায়ার), Largan (দ্বিতীয় সাপ্লায়ার) এবং LG Innotek (CCM) উল্লেখযোগ্য সুবিধা ভোগ করবে – এমন তথ্যও উঠে এসেছে মিং-চি কুওর ওই টুইটে পোস্ট করা তাঁরই কমেন্ট থেকে৷
প্রসঙ্গত, চলতি বছরের প্রথমার্ধে কুও দাবি করেছিলেন যে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলগুলিতে পূর্বসূরি সিরিজের টপ-এন্ড হ্যান্ডসেট আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্সের তুলনায় একটি বড় ক্যামেরা বাম্প বা মডিউল থাকবে। এক্ষেত্রে, ১২-মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে হয়তো আপগ্রেডেড ৪৮-মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়ার কারণেই হয়তো এমন পরিবর্তন হবে। পাশাপাশি, আইফোন ১৪ লাইনআপের প্রো মডেলগুলির সেলফি ক্যামেরাও বড়সর আপগ্রেড পেতে পারে বলে জল্পনা রয়েছে। বলা হচ্ছে, বিদ্যমান মডেলগুলিতে উপলব্ধ পাঁচ-পিস লেন্সের পরিবর্তে আসন্ন আইফোনগুলিতে অটোফোকাস সাপোর্ট এবং ছয়-পিস লেন্স যুক্ত করা হতে পারে।
অন্যদিকে এক জনপ্রিয় টিপস্টার হালফিলে দাবি করেছেন যে, আইফোন ১৪ সিরিজের প্রো-মডেলগুলি সম্ভবত ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন পেতে পারে। কেননা, সম্প্রতি একটি চার্জার ব্র্যান্ড মিডিয়াতে নতুন চার্জার প্রোডাক্ট পাঠাতে শুরু করেছে এবং এই একই চার্জারকে আইফোন ১৪ সিরিজের এক্সপিরিয়েন্স ভিডিওতেও দেখা যাবে – এমন খবরই সামনে এসেছে যার পরিপ্রেক্ষিতেই এরূপ অনুমান টিপস্টারের। বলে রাখি, গত বছর আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ইউএসবি-পিডি অ্যাডাপ্টারের মাধ্যমে যথাক্রমে ২৩ ওয়াট এবং ২৭ ওয়াট চার্জিং সমর্থন সহ এসেছিল।