আগামীকাল আসছে Apple iPhone 15 সিরিজ, Pro মডেল হবে হালকা, থাকবে বড় ব্যাটারি

Update: 2023-09-11 05:05 GMT

Apple প্রেমীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল। ১২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় মেগা ইভেন্টে iPhone 15 সিরিজ উন্মোচন করবে Apple। এই সিরিজের মধ্যে থাকবে চারটি মডেল - iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে এই সিরিজ নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে।

নয়া একটি রিপোর্ট অনুসারে, Apple iPhone 15 Pro সিরিজ আগের প্রো মডেলের চেয়ে কম ওজন এবং আরও ভাল ব্যাটারি লাইফ অফার করবে। আসুন এই সম্পর্কে আর কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

iPhone 15 Pro

ম্যাকরিউমার্সের সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, নতুন iPhone 15 Pro আগের প্রো মডেলের চেয়ে ১৮ গ্রাম হালকা হবে। একই সঙ্গে এটি iPhone 14 Pro মডেলের চেয়েও কিছুটা পুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি আগের ৭.৮৫ মিমির তুলনায় ৮.২৫ মিমি পুরু হবে। ফোনটির ওজন ১৮৮ গ্রাম হবে বলে আশা করা হচ্ছে।

iPhone 15 Pro Max

একইভাবে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ওজন আইফোন ১৪ প্রো ম্যাক্সের চেয়ে ১৯ গ্রাম কম হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, প্রি-প্রোডাকশনের তথ্য থেকে এসব অনুমান করা হচ্ছে। এছাড়াও, সম্প্রতি ব্লুমবার্গের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ডিভাইসটিকে টাইটানিয়ামে স্যুইচ করা হবে, যা একে আরও টেকসই করে তুলবে। আর এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির কাছাকাছি ব্যাটারি দেওয়া হবে।

Tags:    

Similar News