iPhone 15 ভারত ও চীনে একই সময় তৈরী হবে, মোদীর দেশের উপর আস্থা বাড়াচ্ছে Apple
Apple এর iPhone 14 সিরিজের লঞ্চ হতে আর মাত্র পাঁচ দিন বাকি। কিন্তু আসন্ন এই লাইনআপটির আত্মপ্রকাশের পূর্বেই ২০২৩ লঞ্চ হতে চলা iPhone 15 সিরিজ সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য আসতে শুরু করেছে। সাম্প্রতিক একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক চাপান উতোরের কারণে এবং একই সাথে অনবরত লকডাউন ঘোষণার জন্য অর্থনৈতিক কার্যকলাপ ব্যাহত হওয়ায় টিম কুকের সংস্থাটি একটি বিকল্প ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে ভারতকে বেছে নিয়েছে। তাই এই বছর আগত iPhone 14 সিরিজের হ্যান্ডসেট 'মেড-ইন-ইন্ডিয়া' ট্যাগের সাথে আসবে। এখন আবার জানা যাচ্ছে, আগামী বছর থেকে ভারত ও চীনে একযোগে iPhone 15 উৎপাদন করা হতে পারে। তদুপরি, ভারত এবং চীনের মধ্যে ১৪তম প্রজন্মের আইফোন সিরিজ নির্মাণের সময়সূচীর মধ্যে ব্যবধানও হ্রাস করা হয়েছে এমন কানাঘুষো শোনা যাচ্ছে।
অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও সম্প্রতি টুইটারে জানিয়েছেন যে, এই বছর ভারতে আইফোন ১৪ মডেলের উৎপাদন সময়সূচী “এখনও চীনের থেকে প্রায় ছয় সপ্তাহ পিছিয়ে রয়েছে। কিন্তু এই সময়গত ব্যবধানকে উল্লেখযোগ্যভাবে কমানো গিয়েছে।" জানিয়ে রাখি, কিছু দিন পূর্বেও এই ব্যবধান নয় মাস হবে বলে শোনা যাচ্ছিলো। যাইহোক এই খবরের পরিপ্রেক্ষিতে কুও, "পরের বছর ভারত এবং চীনে একই সময়ে নতুন আইফোন ১৫ সিরিজকে ম্যানুফ্যাকচার করা সম্ভব হবে" বলে আশা করছেন। দেখতে গেলে আইফোন ১৪ সিরিজের প্রোডাকশনের সময় এগিয়ে আনা হলে এমনটা হওয়ায়ই যুক্তিসঙ্গত।
আগেই বলেছি, মার্কিন সরকারের সাথে শি জিনপিংয়ের প্রশাসনের বিরোধের কারণে এবং চীনে কোভিড-১৯ অতিমারীর জেরে অনবরত লকডাউন ঘোষণার দরুন অর্থনৈতিক কর্মকান্ড ব্যাহত হওয়ায় Apple একপ্রকার বাধ্য হয়েই বর্তমানে তাদের আইফোনের তৈরীর প্রক্রিয়ার জন্য নতুন একটি হাব খুঁজছে। আর তাই, Apple চীনের বিকল্প হিসাবে তারই পড়শী দেশ ভারতকে বেছে নেওয়ার ভাবনাচিন্তা করছে। এর ফলে আমেরিকা ও চীনের মধ্যের সংঘর্ষ যেমন কিছু এড়িয়ে যাওয়া যাবে, সাথে এই মুহূর্তে দেখা দেওয়া বিবিধ সমস্যার প্রভাব কমাতেও সাহায্য করবে। এই বিষয়ে কুও অবশ্য দাবি করেছেন যে, টিম কুকের গোষ্ঠী দু'দেশের ভূ-রাজনৈতিক উত্তেজনার জন্য আপকামিং iPhone 14 সিরিজের উৎপাদন এবং চালানের সময়সূচী প্রভাবিত হওয়ার যে ভয় পাচ্ছেন, এমন কিছুই বাস্তবে হবে না।
প্রসঙ্গত, আমেরিকা ভিত্তিক টেক জায়ান্ট Apple তাদের অন্যতম বৃহৎ ম্যানুফ্যাকচারিং হাব চীনের প্রায় দু'মাস পর ভারতে iPhone 14 লাইনআপের উৎপাদন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে। আর এর জন্য সংস্থাটি ফক্সকনের সাথে অংশীদারিত্ব করতে পারে। পাশাপাশি মার্কেটিং স্ট্র্যাটেজির দিকটা ভেবে দেখলে, নব্য প্রজন্মের এই আইফোন সিরিজের নির্মাণকার্য যদি এদেশে সম্পন্ন হয় তাহলে এই পদক্ষেপ ভারতীয় বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ 'মাইলস্টোন' প্রমাণিত হতে পারে। একই সাথে, নিজ দেশে আইফোন ম্যানুফ্যাকচার হওয়ার খবর শুনে মানুষও অ্যাপলের প্রোডাক্ট অধিক পরিমানে কিনবে।
যদিও ভারতের মতো জনবহুল দেশে আইফোন তৈরীর কাজে বেশ কিছু বাঁধা আসতে পারে। কেননা এদেশে, চীনের ন্যায় কঠোর নিরাপত্তার ঘেরাটোপ তৈরী করা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলে মনে হচ্ছে। উপরন্তু, ভারতীয় শুল্ক বিভাগের কর্মপ্রক্রিয়া সম্পর্কেও উদ্বিগ্ন Apple। কেননা, শুল্ক বিভাগের কর্মকর্তারা আমদানিকৃত প্রোডাক্ট পরীক্ষা করার জন্য প্যাকেজগুলি খোলে। ফলে আনুষ্ঠানিক লঞ্চের আগে পর্যন্ত পণ্যের গোপনীয়তা বা 'হাই-স্ট্যান্ডার্ড' বজায় রাখা খুব একটা সহজসাধ্য হবে বলে মনে হচ্ছে না টেক জায়ান্টটির জন্য।
যাইহোক, iPhone 14 সিরিজকে আগামী ৭ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী লঞ্চ করা হবে এবং উন্মোচনের প্রায় দেড় সপ্তাহ পরে মডেলগুলির শিপিং শুরু করা হতে পারে। এক্ষেত্রে, ভারতে হয়তো ৬.১-ইঞ্চি ডিসপ্লের iPhone 14 এবং iPhone 14 Pro তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে৷ তবে, ৬.৭-ইঞ্চি ডিসপ্লে সহযোগে আসন্ন iPhone 14 Max এবং iPhone 14 Pro Max টপ-মডেল দুটিকে হয়তো এদেশে ম্যানুফ্যাকচার করা হবে না।