ঝটপট অর্ডার করুন, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max এর প্রথম সেল আজ
Apple iPhone 15 Series First Sale Today: আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ হয়েছে Apple iPhone 15 সিরিজ। এই সিরিজের অধীনে চারটি মডেল এসেছে - Apple iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, iPhone 15 Pro Max। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মডেলগুলির প্রি-অর্ডার শুরু হয়। আর আজ প্রথমবার iPhone 15 সিরিজের সেল শুরু হল। সকাল ৮টা থেকে এই সেল শুরু হয়েছে। ভারত, কানাডা, জাপান সহ প্রায় ৪০টি দেশের জনগণ নতুন iPhone 15 সিরিজের ডিভাইসগুলি আজ ওপেন সেলে কিনতে পারবেন।
iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max কোথা থেকে কেনা যাবে
আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলগুলি ওপেন সেলে Apple India -র অফিসিয়াল ওয়েবসাইট, Vijay Sales, Reliance Digital, Croma এর মতো রিটেল সাইট ও বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max এর দাম ও সেল অফার
অ্যাপল আইফোন ১৫ এর দাম শুরু হয়েছে ৭৯,৯০০ টাকা থেকে। আর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ৮৯,৯০০ টাকা ও ১,০৯,৯০০ টাকা মূল্যে পাওয়া যাবে।
আর iPhone 15 Plus মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের যথাক্রমে দাম রাখা হয়েছে ৮৯,৯০০ টাকা, ৯৯,৯০০ টাকা ও ১,১৯,৯০০ টাকা।
আবার iPhone 15 Pro এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর মূল্য ধার্য করা হয়েছে ১,৩৪,৯০০ টাকা। আর এর ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৪৪,৯০০ টাকা, ১,৬৪,৯০০ টাকা ও ১,৮৪,৯০০ টাকা।
অন্যদিকে iPhone 15 Pro Max পাওয়া যাবে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থেকে, এর দাম রাখা হয়েছে ১,৫৯,৯০০ টাকা। আর এর ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে খরচ হবে ১,৭৯,৯০০ টাকা ও ১,৯৯,৯০০ টাকা।
সেল অফারের কথা বললে, HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা নতুন আইফোনের চারটি মডেলের উপর ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া রয়েছে পুরানো ডিভাইস ট্রেড ইন করে নয়া আইফোন মডেল কেনার সুযোগ।