চমকদার ডিল, 7000 টাকার কমে iPhone এর মতো ফিচারের ফোন, 6 জিবি র‌্যাম সহ বড় ডিসপ্লে

By :  techgup
Update: 2023-12-15 08:59 GMT

আপনি যদি বাজেট মূল্যে দুর্দান্ত ফিচারযুক্ত একটি ফোন কিনতে চান, তাহলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ভালো সুযোগ রয়েছে। এখান থেকে কিছুদিন আগে লঞ্চ হওয়া Tecno Spark Go 2024 এখন ৭,০০০ টাকারও কম দামে কেনা যাবে। কম দাম সত্ত্বেও এই ডিভাইসে রয়েছে হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লে, বড় ব্যাটারি, ৬ জিবি র‌্যাম এবং ডুয়েল ডিটিএস স্পিকার। এছাড়া Tecno Spark Go 2024 ফোনে আইফোনের ট্রিপল ক্যামেরা মডিউলের মতো ব্যাক ক্যামেরা ডিজাইন দেখা যাবে। সাথে অ্যাপল আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো বৈশিষ্ট্যও উপস্থিত।

এই দামে পাওয়া যাবে Tecno Spark Go 2024

টেকনো স্পার্ক গো ২০২৪ এখন ভারতে মাত্র ৬,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি সিটি ব্যাঙ্ক কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ওয়ানকার্ডের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

আবার পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলে ক্রেতারা ৬৩৫০ টাকা পর্যন্ত ছাড়ে টেকনো স্পার্ক গো ২০২৪ নিজের করতে পারবে। তবে এই মূল্য নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। টেকনো স্পার্ক গো ২০২৪ দুটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে - গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট।

Tecno Spark Go 2024 এর বৈশিষ্ট্য

এই বাজেট ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক সফ্টওয়্যার সহ অক্টা কোর টি৬০৬ প্রসেসরের সাথে এসেছে। এই ফোনে আছে ৬ জিবি (৩ জিবি ইনস্টলড + ৩ জিবি ভার্চুয়াল) র‌্যামের সাথে ৬৪ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার এতে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ডুয়াল ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। সাথে এই ডিভাইসে পাওয়া যাবে ডুয়েল ডিটিএস স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং টাইপ-সি চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Tags:    

Similar News