13299 টাকা থেকে iPhone, 30 হাজার টাকা ডিসকাউন্টে iPhone 13, হোলিতে অবিশ্বাস্য অফার

By :  techgup
Update: 2023-03-05 07:38 GMT

পকেটে একটা ধামাকাদার iPhone রাখার ইচ্ছে কমবেশি অনেকেরই থাকে। কিন্তু চড়া দামের কারণে সাধ থাকলেও স্বপ্নপূরণ করা অধিকাংশের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে হালফিলে আপনি যদি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একটি iPhone-কে করায়ত্ত করতে চান, তবে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন। আসলে ভারতের বৃহত্তম রিফার্বিশড (Refurbished) মার্কেটপ্লেস Cashify সম্প্রতি একটি দুর্দান্ত Holi Sale-এর আয়োজন করেছে, যার দৌলতে iPhone 13 সহ একাধিক পুরোনো iPhone মডেল অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। ফলে সস্তায় সাধের মুঠোফোনটিকে হাতে পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাদের স্বপ্নপূরণের এটাই হল আসল সময়।

আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে Cashify Holi Sale

আপনাদেরকে জানিয়ে রাখি, আলোচ্য ক্যাশিফাই হোলি সেলটি চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেল চলাকালীন প্রি-ইউজড (অর্থাৎ পূর্বে ব্যবহৃত) আইফোন ১৩ (iPhone 13), আইফোন ১২ (iPhone 12), আইফোন ১১ (iPhone 11) এবং আইফোন এক্সআর (iPhone XR) অত্যন্ত সস্তায় কেনা যাবে। তদুপরি, নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ড এবং ইউপিআই (UPI) ট্রানজ্যাকশনের মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকদেরকে অতিরিক্ত ক্যাশব্যাকও দিচ্ছে ক্যাশিফাই। যারা জানেন না তাদেরকে বলে রাখি, যে সমস্ত ফোনগুলি পূর্বেই কেনা বা ব্যবহার করা হয়ে থাকে, সেগুলিকেই ভালোভাবে সারাই করে রিফার্বিশড হিসেবে পুনরায় ক্যাশিফাই তাদের প্ল্যাটফর্মে বিক্রি করে। এর সুবাদে অনেকেই নামজাদা ব্র্যান্ডের প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন খুব অল্প দামে কিনে নিতে পারেন।

আপনাদেরকে জানিয়ে রাখি, অন্যান্য মোবাইল স্টোরগুলির তুলনায় অনেকটাই সাশ্রয়ী মূল্যে ক্যাশিফাই থেকে রিফার্বিশড ফোন কেনা যায়। প্রসঙ্গত, অনেকটা টাকা ব্যয় না করেও সাধ পূরণ করার জন্য রিফার্বিশড ফোন কেনা একটি দুর্দান্ত উপায়, কেননা আসল ফোনের দামের চেয়ে এগুলির দাম অনেকটাই কম হয়। তবে আপনাদেরকে বলে রাখি, রিফার্বিশড ফোন খরিদ করার আগে সেটির বর্তমান হেলথ স্ট্যাটাস, স্ক্রিন, ব্যাটারি লাইফ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলি চেক করে নেওয়া একান্ত আবশ্যক। উল্লেখ্য, ক্যাশিফাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়ার আগে সমস্ত রিফার্বিশড স্মার্টফোনগুলির একাধিক কোয়ালিটি চেক করা হয়, যা নিশ্চিত করে যে ডিভাইসগুলি বেশ ভালো তথা কার্যকর অবস্থায় রয়েছে। এছাড়া, গ্রাহকরা এই কোম্পানির কাছ থেকে রিফার্বিশড ফোন কিনলে ৬ মাসের ওয়ারেন্টি এবং ৭ দিনের রিপ্লেসমেন্ট ফেসিলিটিও পাবেন। এখন আসুন, চলতি ক্যাশিফাই হোলি সেলে কোন কোন আইফোন অত্যন্ত সস্তায় কেনা যাবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Cashify Holi Sale-এ প্রায় ৮০,০০০ টাকার iPhone 13 ইউজাররা ৫০,০০০ টাকারও কমে কিনতে পারবেন

বর্তমানে ক্যাশিফাইতে চলমান হোলি সেলে প্রি-ইউজড আইফোন ১৩-এর ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ৪৯,০৯৯ টাকায় কেনা যাবে। আবার, ইউপিআই ট্রানজ্যাকশনের মাধ্যমে ডিভাইসটি খরিদ করলে ক্রেতাদেরকে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে ক্যাশিফাই। এছাড়াও বিভিন্ন ডেবিট, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কেনাকাটা করলে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২১ সালে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৩, যার প্রারম্ভিক মূল্য ছিল ৭৯,৯০০ টাকা। এই ডিভাইসটিতে রয়েছে অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেট এবং ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে।

Cashify Holi Sale-এ এই পুরোনো iPhone-গুলিও খুব সস্তায় কেনা যাবে

ক্যাশিফাই হোলি সেল চলাকালীন আরও অনেক পুরোনো আইফোন বাম্পার ডিসকাউন্টে কিনতে সক্ষম হবেন ক্রেতারা। সাম্প্রতিককালে চলমান এই বিক্রয়পর্বে ৬৪,৯০০ টাকায় লঞ্চ হওয়া আইফোন ১১-এর বেস মডেলটি কিনতে হলে খরচ পড়বে ২৭,৬৯৯ টাকা। আবার, ৭৯,৯০০ টাকা মূল্যে মার্কেটে পদার্পণ করা আইফোন ১২-এর বেস ভ্যারিয়েন্টটি কিনতে হলে ক্রেতাদেরকে ৩৬,৬৯৯ টাকা ব্যয় করতে হবে। এছাড়া, চলতি হোলি সেলে আইফোন ৮-কে (লঞ্চের সময় দাম ছিল ৬৪,০০০ টাকা) মাত্র ১৩,২৯৯ টাকায় প্ল্যাটফর্মটিতে তালিকাভুক্ত করা হয়েছে। আবার, আইফোন এক্সআর (অরিজিনাল লঞ্চ প্রাইস ৭৬,৯০০ টাকা) পাওয়া যাচ্ছে মাত্র ২০,৪৯৯ টাকায়।

Tags:    

Similar News