নতুন iPhone SE 4-র লঞ্চ আরও 2 বছর পিছিয়ে গেল, Apple এত দেরি করছে কেন?

Update: 2023-07-22 07:27 GMT

অ্যাপল (Apple) সাধারণত প্রতি দুই বছর অন্তর একটি নিউ জেনারেশন Phone SE লঞ্চ করে। তৃতীয় প্রজন্ম অর্থাৎ iPhone SE 2022 স্মার্টফোনটি আইফোন সিরিজের সাশ্রয়ী বিকল্প হিসাবে গত বছর আত্মপ্রকাশ করেছিল। সুতরাং এই রীতি অনুযায়ী উত্তরসূরি মডেল আগামী বছর লঞ্চ হওয়ার কথা। কিন্তু বিভিন্ন সূত্র মারফৎ জানা গেছে যে, iPhone SE 4-র লঞ্চ বিলম্বিত হতে পারে। বার্কলেসের অনুসন্ধান সেই জল্পনা আরও তীব্র করেছে।

iPhone SE 4-এর লঞ্চ পিছিয়ে যেতে পারে

বার্কলেস-এর বিশ্লেষকররা পরবর্তী প্রজন্মের আইফোন এসই (সম্ভবত আইফোন এসই ৪ বলা হবে) লঞ্চে দেরি হওয়ার কারণ হিসেবে সাপ্লাই চেইনের সমস্যাকেই দায়ী করেছেন। কোম্পানির বিনিয়োগকারীদের জন্য জারি করা একটি গবেষণা পত্রে বার্কলেস-এর বিশ্লেষকররা উল্লেখ্য করেছেন যে ৫জি মডেমের সমস্যার কারণে এই বিলম্ব হতে পারে।

জানিয়ে রাখি, অ্যাপল ইন্টেলের স্মার্টফোন মডেমের ব্যবসা অধিগ্রহণ করার পর থেকে তাদের নিজস্ব বেসব্যান্ড চিপের ওপর কাজ করছে। বার্কলেসের দু'জন আধিকারিক আগে বলেছিলেন যে আইফোন এসই ৪-এ কোয়ালকমের-এর পরিবর্তে কোম্পানির নিজস্ব ৫জি মডেম ব্যবহার করা হবে। তবে এখন জানা যাচ্ছে যে, ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজের পাশাপাশি ২০২৫ সালে লঞ্চ হতে চলা পরবর্তী আইফোন এসই অ্যাপলের পরিবর্তে আগের মতো কোয়ালকমের মডেম ব্যবহার করবে।

তবে, ৫জি মডেমের সমস্যাটি শুধুমাত্র iPhone SE-এর বিলম্বিত আগমনের জন্য দায়ী নয়। শোনা যাচ্ছে, ডিসপ্লে প্রস্তুতকারক বিওই (BOE)-এর প্রয়োজনীয় কমদামী ওলেড (OLED) ডিসপ্লে উৎপাদনেরর ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। আসন্ন মডেলটিতে বর্তমান iPhone SE 2022-এ ব্যবহৃত এলসিডি প্যানেলের বদলে ওলেড প্যানেল থাকবে বলে ইতিমধ্যেই জানা গেছে। তবে, iPhone SE সিরিজের ফোনের বিলম্বের কথা এই প্রথম শোনা গেল, এমনটা নয়। প্রথম প্রজন্মের iPhone SE ও ২০২০ সালে লঞ্চ হওয়া দ্বিতীয় প্রজন্মের SE-এর মধ্যে চার বছরের ব্যবধান ছিল।

Tags:    

Similar News