বড় পদক্ষেপ Apple এর, বাজার দখল করতে ২০২৩ সালে আসছে সংস্থার সবচেয়ে সস্তা 5G iPhone
২০২২ সাল Apple এর জন্য দুর্দান্ত যাচ্ছে। কারণ কয়েকমাস আগে লঞ্চ হওয়া iPhone 14 সিরিজ নিয়ে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। নয়া এই সিরিজের ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এদিকে শোনা যাচ্ছে, ২০২৩ সালে Apple আরও একটি ফোন আনবে, যা সংস্থার সবচেয়ে সস্তা 5G ডিভাইস হবে। আগামী বছরের মার্চ মাসে লঞ্চ হতে পারে এই ফোন। আর এর নাম রাখা হতে পারে iPhone SE 4 বা iPhone SE 2023। আসুন এই ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
iPhone SE 4 এর ডিজাইন
সম্প্রতি এক টিপস্টার আইফোন এসই ৪ এর ডিজাইন সামনে এনেছে। জন প্রোসার নামের জনপ্রিয় টিপস্টার বলেছেন, আসন্ন আইফোন এসই, আইফোন এক্সআর-এর মতোই দেখতে হবে। এছাড়া এতে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে। আবার এই ফোনে আইফোন ১৪-এর মতো অলওয়েজ অন ডিসপ্লে ফিচার উপস্থিত থাকবে। আর এই ফোন থেকে হোম বাটনও সরিয়ে নেওয়া হতে পারে।
এই চিপসেট সহ আসবে iPhone SE 4
রিপোর্ট অনুযায়ী, আইফোন এসই ৪ অ্যাপলের সবচেয়ে শক্তিশালী এ১৬ বায়োনিক চিপসেট সহ আসতে পারে।
iPhone SE 4 এর ডিসপ্লে
আইফোন এসই ৪-এ বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। রিপোর্ট অনুসারে, এর ডিসপ্লে সাইজ হতে পারে ৫.৭ থেকে ৬.১ ইঞ্চি। বিশ্লেষক মিং-চি কুও-এর মতে, ফোনটিতে ৬.১ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এছাড়া ফোনটি এলসিডি বা ওএলইডি ডিসপ্লে সহ আসবে।