iQOO 11, 11 Pro নয়া স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

Update: 2022-10-07 07:05 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো এবছরের শুরুতেই চীনে iQOO 10 সিরিজটি লঞ্চ করেছে। আর বর্তমানে ব্র্যান্ডটি এর উত্তরসূরি iQOO 11 সিরিজটি বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের শেষের দিকে ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি এই লাইনআপের অধীনে দুটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা যায়, এতেও পূর্বসূরির মতো একটি স্ট্যান্ডার্ড এবং একটি Pro মডেল অন্তর্ভুক্ত থাকবে। ফোনগুলোর সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে চিপসেট মেকার কোয়ালকম (Qualcomm) তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসরটি উন্মোচন করলে, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে iQOO 11 সিরিজটি আত্মপ্রকাশ করতে পারে। যদিও তার আগে এখন একটি নতুন রিপোর্টে আসন্ন iQOO ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মডেল নম্বর এবং অফিসিয়াল নামগুলি প্রকাশ করা হয়েছে।

প্রকাশ্যে এল iQOO 11 সিরিজ মডেল নম্বর

আইকো শীঘ্রই ভারত এবং চীনে আসন্ন আইকো ১১ সিরিজটি চালু করবে। ভারতীয় এবং চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বরগুলি লঞ্চের আগেই ফাঁস হয়েছে। প্রাইসবাবা (PriceBaba)-এর রিপোর্ট অনুসারে, টিপস্টার পারস গুগলানি জানিয়েছেন যে, আইকো ১১-এর ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর iQOO I2209। আর চীনে লঞ্চ হওয়া একই ডিভাইসটির মডেল নম্বর হবে iQOO V2243A। এছাড়া, আইকো ভারতেও প্রো মডেলটি লঞ্চ করবে। ১১ প্রো-এর ভারতীয় সংস্করণের মডেল নম্বর I2212 হবে। অন্যদিকে, চীনা ভ্যারিয়েন্টটি V2254A মডেল নম্বরের সাথে আসবে।

প্রসঙ্গত, আইকোর এই ফোনগুলি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। iQOO 11 Pro মডেলটি ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। কোম্পানি আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য স্যামসাং ই৬ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে বলে জানা গেছে৷ একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, 11 Pro-এ ২কে (2K) রেজোলিউশন সহ ১৪৪ হার্টজের প্যানেল থাকবে।

এছাড়া, iQOO 11 সিরিজের ডিভাইসগুলিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮ (Sony IMX8)-সিরিজের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই আইকো ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির আরও বিশদ বিবরণ শীঘ্রই অনলাইনে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News