ফিচারে ঠাসা iQOO 11 সিরিজের মেগা এন্ট্রি ঘটছে ভারতে, দুর্দান্ত ডিসপ্ল, ক্যামেরার সাথে থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর

Update: 2022-11-02 14:00 GMT

আইকো খুব শীঘ্রই তাদের আপকামিং iQOO 11 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি চীনে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে সম্ভবত iQOO 11 এবং 11 Pro-এই দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও, ব্র্যান্ডের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এই সিরিজের লঞ্চ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে এই আসন্ন আইকো সিরিজটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে iQOO 11-এর আগমন ঘটতে পারে আগামী মাসেই

সুপরিচিত টিপস্টার অভিষেক যাদব তার সাম্প্রতিক টুইটে প্রকাশ করেছেন যে, আইকো ১১ সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে।

https://twitter.com/yabhishekhd/status/1587445460624474113

অনুমান করা হচ্ছে, ভিভো-মালিকানাধীন কোম্পানিটি এবছর ডিসেম্বরেই ভারতে এই আসন্ন লাইনআপটি উন্মোচন করার পরিকল্পনা করছে। অর্থাৎ, আইকো ১১ সিরিজটি সম্ভবত এই মাসেই চীনে আত্মপ্রকাশ করবে। তবে, আইকো এখনও এই নয়া লাইনআপের স্মার্টফোনগুলির সম্পর্কে কোনও তথ্য নিশ্চিত করেনি। তাই লঞ্চ সংক্রান্ত এই তথ্যটি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে।

প্রসঙ্গত, আগেই উল্লেখ করা হয়েছে যে আইকো ১১ লাইনআপের অধীনে আইকো ১১ এবং ১১ প্রো- এই দুটি হ্যান্ডসেট বাজারে আত্মপ্রকাশ করতে পারে। তারমধ্যে স্ট্যান্ডার্ড মডেলটি অ্যামোলেড ই৬ (AMOLED E6) প্যানেলের সাথে আসতে পারে, যা ২কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং অফার করবে। এই হ্যান্ডসেটটি সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এমনকি, এটি ইউএফএস ৪.০ প্রযুক্তি যুক্ত প্রথম স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হতে পারে৷

অন্যদিকে, "Pro" মডেলটিতে ৬.৭৮ ইঞ্চির এলটিপিও (LTPO) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। প্রসঙ্গত, এই চিপসেটটি কোয়ালকম আগামী ১৫ নভেম্বর স্ন্যাপড্রাগন সামিট ২০২২ (Snapdragon Summit 2022)-এর মঞ্চে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, iQOO 11 Pro-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকতে পারে, যার সাথে আরেকটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ১৪.৬ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যুক্ত থাকবে বলে অনুমান করে হচ্ছে। আর, ফোনের সামনে সম্ভবত একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 11 Pro ৪,৭০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে, যা দ্রুততর ২০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News