চীনের পরই ভারতে আসছে iQOO 12, লঞ্চের তারিখ ঘোষণা হতেই দেশজুড়ে প্রবল হইচই!
অনেকদিন ধরেই জল্পনা চলছিল, ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ড আইকো তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসেবে iQOO 12 সিরিজ নতুন বছরের আগেই লঞ্চ করতে পারে। আর আজ তা সত্যি করে ভারতে আইকোর সিইও iQOO 12-এর লঞ্চের তারিখ ঘোষণা করেছেন। জানিয়ে রাখি, এটি ভারতের প্রথম Snapdragon 8 Gen 3 চিপসেট চালিত হ্যান্ডসেট হতে চলেছে।
iQOO 12-এর লঞ্চের তারিখ ভারতে ঘোষণা হল
আইকো ইন্ডিয়ায় চিফ এক্সিকিউটিভ অফিসার নিপুন মারিয়া জানিয়েছেন, ভারতে আইকো ১২ আগামী ১২ ডিসেম্বর লঞ্চ করা হবে। ফোনটি অ্যামাজন (Amazon) সাইটে কেনার জন্য উপলব্ধ হবে। এছাড়াও, এটি ইঙ্গিত দেয় যে আইকো বিএমডাব্লিউ এম মোটরস্পোর্ট (BMW M Motorsport)-এর সাথে এবারও গাঁটছড়া বেঁধেছে। তাই ফোনের একটি বিশেষ কালার অপশনে বিখ্যাত অটোমোটিভ ব্র্যান্ডটির স্বতন্ত্র ট্রাইকালার স্ট্রাইপগুলি দেখা যাবে।
ভারতে আসার আগে, আইকো ১২ এবং উচ্চতর আইকো ১২ প্রো আগামী ৭ নভেম্বর চীনে লঞ্চ হবে। প্রো মডেলটি চীনা সীমাবদ্ধ থাকলেও স্ট্যান্ডার্ড সংস্করণটি একাধিক দেশের বাজারে আসবে বলে খবর। চলুন আইকো ১২-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
iQOO 12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিপোর্ট অনুযায়ী, iQOO 12-এ ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে৷ চীনা মডেলটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে অরিজিনওএস ৪ (OriginOS 4)-এ চললেও, ভারতীয় ভ্যারিয়েন্টে ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) কাস্টম স্কিন থাকবে।
ফোনে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম, ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। iQOO 12-এ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ OmniVision OV50H) + ৫০ মেগাপিক্সেল (Samsung JN1 আল্ট্রা-ওয়াইড) + ৬৪ মেগাপিক্সেল (OV64B পেরিস্কোপ টেলিফোটো)-এর সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে।
এছাড়া, উন্নত গেমিংয়ের জন্য ডেডিকেটেড Q1 ডিসপ্লে চিপ, ওয়াই-ফাই ৭, ডুয়েল সিম ৫জি, ব্লুটুথ ৫.৪, এনএফসি, ডুয়েল-ফ্রিকোয়েন্সি জিপিএস, একটি আইআর (IR) ব্লাস্টার, ডুয়েল স্টেরিও স্পিকার এবং হ্যাপটিক প্রতিক্রিয়ার জন্য এক্সট্রা-লার্জ এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর থাকবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে যে, BMW M Motorsport লোগো এবং ট্রাইকালার স্ট্রাইপ সহ iQOO 12-এর হোয়াইট কালার অপশনটি ৮.১ মিলিমিটার পুরু এবং ১৯৯ গ্রাম ওজনের হবে। সাদা ভ্যারিয়েন্টের মতো, iQOO 12-এর কালো মডেলে গ্লাস ব্যাক থাকবে। চীনে লেদার-টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলযুক্ত একটি রেড কালার অপশনও পাওয়া যাবে। সম্ভবত এই মডেলটি শুধুমাত্র চীনেই মিলবে।