ফুল চার্জে চলবে ১২৭ ঘন্টা, iQOO Z6 Lite 5G আসছে ৫০০০mAh ব্যাটারি ও ৫০ এমপি ক্যামেরার সাথে

Update: 2022-09-08 14:41 GMT

আগামী সপ্তাহেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো তাদের Z6 সিরিজে যুক্ত করতে চলেছে একটি নতুন মডেল। এই হ্যান্ডসেটটি iQOO Z6 Lite 5G আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বাজারে পা রাখবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে সংস্থা। আবার অ্যামাজন (Amazon)-এর ভারতীয় শাখার সাইটে ফোনটির একটি মাইক্রো সাইটও লাইভ হয়েছে সম্প্রতি। এই মাইক্রোসাইটটি Z6 Lite 5G-এর কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা পাশাপাশি নিশ্চিত করেছিল যে, ৮ সেপ্টেম্বর আরও কিছু মূল স্পেসিফিকেশন সামনে আসবে। আর সেই মতো আজ আইকো অ্যামাজন-এ তাদের মাইক্রোসাইটের মাধ্যমে প্রকাশ করেছে যে, এই আসন্ন ডিভাইসে আই অটো ফোকাস (Eye Auto Focus) এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। হ্যান্ডসেটটি ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলেও নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেই কোম্পানি ঘোষণা করেছিল যে, আসন্ন আইকো ফোনটি হবে মার্কেটের প্রথম হ্যান্ডসেট, যা Qualcomm-এর লেটেস্ট Snapdragon 4 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে।

প্রকাশ্যে এল iQOO Z6 Lite 5G-এর ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন

আগামী সপ্তাহে লঞ্চ হতে চলা ফোনটির আরও কিছু স্পেসিফিকেশন প্রকাশ করতে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ আইকো জেড৬ লাইট ৫জি-এর মাইক্রোসাইটটি আপডেট করা হয়েছে, যা প্রকাশ করেছে যে নতুন হ্যান্ডসেটটিতে আই অটো ফোকাস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আসন্ন আইকো ফোনটির ডিসপ্লেটি ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। আইকো জেড৬ লাইট ৫জি ৮.২৫ মিলিমিটার পুরু হবে এবং এটি একটি ২.৫ডি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আসবে।

এছাড়া মাইক্রোসাইট অনুসারে, আইকো জেড৬ লাইট ৫জি-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। আইকো দাবি করেছে যে, ফোনের এই শক্তিশালী ব্যাটারিটি ১২৭ ঘন্টা মিউজিক প্লেব্যাক, ১৮.৫১ ঘন্টা ইউটিউব প্লেব্যাক, ৮.৩ ঘন্টা গেমিং এবং ২১.৬ ঘন্টা ফেসবুক (Facebook)-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি ব্রাউজ করার সুবিধা দেবে।

জানিয়ে রাখি, সম্প্রতি কোম্পানি নিশ্চিত করেছে যে iQOO Z6 Lite 5G হবে সদ্য ঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট দ্বারা চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন। আবার মাইক্রোসাইট অনুসারে, নতুন প্রসেসরটির আনটুটু (AnTuTu) স্কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০-এর থেকে বেশি বলে জানা গেছে। কোয়ালকম গতকাল (৭ সেপ্টেম্বর) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১-এর সাথে এই নতুন স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসরটি লঞ্চ করেছে।

উল্লেখ্য, আইকো ১৪ সেপ্টেম্বর ভারতের বাজারে iQOO Z6 Lite 5G লঞ্চ করবে। ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লের সাথে আসবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। আর হ্যান্ডসেটটির সামনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটার-ড্রপ স্টাইলের নচ থাকবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News