iTel A70: আমজনতার জন্য জলের দরে ফোন আনছে আইটেল, ফিচার্স কেমন হবে জেনে নিন
আইটেল সম্প্রতি ভারতে iTel T1 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন লঞ্চ করেছে। এছাড়াও, গত মাসে ব্র্যান্ডটি এদেশে iTel S23+ এবং iTel P55 নামে দুটি স্মার্টফোন উন্মোচন করেছে। আর এখন, আইটেল একটি কম দামি ফোনের ওপর কাজ করছে বলে খবর সামনে এসেছে, যার নাম Itel A70। এখন গুগল প্লে কনসোলে লিস্টেড হওয়ার ফলে হ্যান্ডসেটটির বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক, কী কী তথ্য সামনে এল।
iTel A70 হাজির Google Play Console সাইটে
A665L মডেল নম্বর সহ আইটেল এ৭০ গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় প্রকাশিত রেন্ডার অনুসারে, ডিভাইসটিতে পুরু বেজেলের (নীচের) সাথে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। পাওয়ার এবং ভলিউম রকার বাটন ফোনের ডানদিকে অবস্থিত। লিস্টিংটি প্রকাশ করেছে যে, আইটেল এ৭০-এর স্ক্রিনে ৭২০ x ১,৬১২ পিক্সেল রেজোলিউশন এবং ৩২০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি সাপোর্ট করবে।
উল্লেখযোগ্যভাবে, আইটেল এ৭০ ফোনটি স্প্রেডট্রাম টি৬০৩ প্রসেসরের সাথে তালিকাভুক্ত করা হয়েছে, যা ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স-এ৫৫ কোর এবং ১.২ গিগাহার্টজ গতির চারটি কর্টেক্স-এ৫৫ কোর দ্বারা গঠিত। চিপের সাথে গ্রাফিক্সের জন্য পাওয়ার ভিআর জিই৮৩২২ জিপিইউ যুক্ত থাকবে। গুগল প্লে কনসোলের সার্টিফিকেশন অনুযায়ী, স্মার্টফোনে ৪ জিবি র্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।
এগুলি ছাড়া, গুগল প্লে কনসোল iTel A70-এর সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে আশা করা যায়, আগামী সপ্তাহগুলিতে ফোনটির বিষয়ে আরও জানা যাবে। উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া iTel S23+ হল ১৫,০০০ টাকার কম মূল্যের কার্ভড ডিসপ্লে যুক্ত সবচেয়ে সাশ্রয়ী ফোন, অন্যদিকে লেটেস্ট iTel P55 ফোনটি ১০,০০০ টাকার কম মূল্যের একটি ৫জি ফোন।