স্পেনের কোম্পানি ভারতে লঞ্চ করল Just Corseca Sonique TWS ইয়ারফোন, ফুল চার্জে চলবে ২২ ঘন্টা

By :  techgup
Update: 2022-06-30 10:37 GMT

স্পেনের ইলেকট্রনিক ব্যান্ড Just Corseca এবার ভারতের বাজারে নিয়ে আসল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, Sonique TWS। হাই জিঙ্ক অ্যালোয় বডির সাথে আসা নতুন এই ইয়ারফোনটিতে রয়েছে টাচ কন্ট্রোল। যার মাধ্যমে স্মার্টফোনে আসা কল নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া এতে ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করবে। এমনকি এতে এইচডি স্টেরিও কোয়ালিটির সাউন্ড উপভোগ করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক নতুন Just Corseca Sonique TWS ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Just Corseca Sonique TWS ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জাস্ট কর্সেকা সোনিক টিডব্লুএস ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি, একজোড়া ইয়ারবাড এবং একটি ইউএসবি কেবল। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন অনলাইন এবং অফলাইন স্টোরে ডার্ক গ্রে কালারে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।

Just Corseca Sonique TWS ইয়ারফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

নতুন জাস্ট কর্সেকা সোনিক টিডব্লুএস ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে পজ/প্লে, আনসার কল, হ্যাং আপ কল, ভলিউম বাড়ানো এবং কমানোর সুবিধা ছাড়াও রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। কানেক্টিভিটির জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি ৫.১, যার ট্রান্সমিটার রেঞ্জ ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত বিস্তৃত। তদুপরি, ইয়ারফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এর জন্য এতে দেওয়া হয়েছে ৫ভি ৩০০ এমএ চার্জিং অ্যাডাপ্টার। আবার ইয়ারফোনটি দেড় ঘণ্টায় পুরোপুরি চার্জও হয়ে যাবে। শুধু তাই নয়, এর ১০ এমএম ট্রাম্পেট স্পিকারের জন্য ব্যবহারকারী এইচডি স্টেরিও কোয়ালিটির সাউন্ড উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, সোনিক টিডব্লুএস ইয়ারফোনে রয়েছে AD6973-D4 BT বিটি চিপসেট। ইয়ারফোনটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য পাওয়ার সাফিসিয়েন্ট চিপসেট, কল করার জন্য ডুয়েল মাইক, এলইডি লাইট ইন্ডিকেটর ইত্যাদি। তদুপরি ইয়ারফোনটি চার্জিং কেস খুবই কম্প্যাক্ট ডিজাইনের এবং সহজেই পকেট ফিট হয়ে যাবে। তাছাড়া জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX5 রেটিংসহ এসেছে।

এবার আসা যাক Just Corseca Sonique TWS ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। এর প্রতিটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি। তবে ইয়ারফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর মেটাল চার্জিং কেস, যা ২২ ঘন্টা প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম। এর জন্য এতে ব্যবহৃত হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। সর্বোপরি, এর চার্জিং কেসটিকে টাইপ সি ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে।

Tags:    

Similar News