Lava Blaze 2 Pro ভারতে 10 হাজার টাকার কমে লঞ্চ হল, 8 জিবি র্যাম সহ রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা
Lava Blaze 2 Pro আজ ভারতে লঞ্চ হল। এর আগে গত এপ্রিলে এর বেস মডেল Lava Blaze 2 ভারতে আত্মপ্রকাশ করেছিল। নয়া ফোনটির দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কম। ফিচারের কথা বললে Lava Blaze 2 Pro ডিভাইসে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, বড় ব্যাটারি, ইউনিসক প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন এই হ্যান্ডসেটের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
লাভা ব্লেজ ২ প্রো এর দাম (Lava Blaze 2 Pro Price in India)
Lava Blaze 2 Pro এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। এটি অফলাইন মার্কেটে থান্ডার ব্ল্যাক, সোয়াগ ব্লু ও কুল গ্রীন কালারে পাওয়া যাবে।
Lava Blaze 2 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
লাভা ব্লেজ ২ প্রো ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬১৬ প্রসেসর ও ৮ জিবি র্যাম দেওয়া হয়েছে। আবার লাভা ব্লেজ ২ প্রো ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
Lava Blaze 2 Pro এর ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এদিকে অ্যান্ড্রয়েড ১২ চালিত ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে ডুয়েল সিম, ব্লুটুথ ৫,০, ওয়াই-ফাই ৫, ইউএসবি সি পোর্ট ও ৩.৫মিমি অডিও জ্যাক উপস্থিত। Lava Blaze 2 Pro এর ওজন ১৯০ গ্রাম।