সস্তায় দুর্দান্ত ফিচার্সের সঙ্গে Lava Blaze Pro 5G বাজারে আসছে 26 সেপ্টেম্বর, চাপে চীনা কোম্পানিরা
গত কয়েকদিন ধরে টিজ করার পর, লাভা অবশেষে তাদের আসন্ন ৫জি স্মার্টফোন, Lava Blaze Pro 5G-এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই ফোনটি গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া সাশ্রয়ী মূল্যের Lava Blaze 5G-এর অত্যাধুনিক ভার্সন হিসাবে চলতি মাসেই লঞ্চ হতে চলেছে। দিনক্ষণ প্রকাশের পাশাপাশি ভারতীয় স্মার্টফোন নির্মাতা দ্বারা শেয়ার করা ভিডিওতে Lava Blaze Pro 5G-এর সামনের এবং পিছনের প্যানেলের ডিজাইনও প্রদর্শন করা হয়েছে।
প্রকাশ্যে এল Lava Blaze Pro 5G লঞ্চের তারিখ এবং ডিজাইন
লাভা মোবাইলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি টিজারে প্রকাশ করা হয়েছে যে, এদেশে আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় লাভা ব্লেজ প্রো ৫জি ফোনটি লঞ্চ করা হবে। এছাড়াও টিজার ভিডিওটি প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটটির নীচের অংশে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল সহ ফ্ল্যাট এজ দেখা যাবে৷
আবার, ডিসপ্লের শীর্ষে অবস্থিত পাঞ্চ-হোলের ওপরে উপলব্ধ ইয়ারপিসটি স্টেরিও আউটপুটের জন্য স্পিকার হিসেবে কাজ করতে পারে। যদিও এটি টিজারে দেখা যায়নি, তবে মনে করা হচ্ছে যে এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, লাভা ব্লেজ প্রো ৫জি-এর গ্রেডিয়েন্ট হোয়াইট ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা সিস্টেম অবস্থান করবে। আর লাভা ৫জি ব্র্যান্ডিংটি রিয়ার প্যানেলের নীচের দিকে দেখা যাবে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Lava Blaze Pro 5G-তে MediaTek Dimenisty 6020 চিপসেট ব্যবহৃত হবে। ফোনটি ভারতে ১৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। তবে বাকি স্পেসিফিকেশনগুলি এখনও সামনে আসেনি। Blaze Pro 5G-এর অবস্থান স্ট্যান্ডার্ড Blaze 5G-এর ওপরে থাকবে, যেটি গত বছর অক্টোবরে ৯,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যের সাথে আত্মপ্রকাশ করেছিল।
উল্লেখ্য, Lava Blaze 5G-তে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি+ ডিসপ্লে, একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট, MediaTek Dimenisty 700 চিপসেট, ৮ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ, ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের নিয়ার-স্টক ভার্সন এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।