দেশের সবচেয়ে সস্তা 5G ফোনের বিক্রি শুরু কাল থেকে, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

By :  SUPARNA
Update: 2022-11-02 06:37 GMT

গত ৩রা অক্টোবর 'ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২' ইভেন্ট চলাকালীন ভারতে Lava Blaze 5G স্মার্টফোনে উপর থেকে পর্দা সরানো হয়। তৎকালীন সময়ে গুঞ্জন উঠেছিল যে, দীপাবলির সময়ে হয়তো ফোনটির সেল শুরু হবে। কিন্তু এখনও ডিভাইসটি বাজারে পা রাখেনি। তবে আজ দেশীয় টেক ব্র্যান্ডটি তাদের এই লেটেস্ট ডিভাইসের সেলের তারিখ ঘোষণা করেছে। জানা গেছে, আগামী ৩রা নভেম্বর ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে Lava Blaze 5G ফোনকে আনুষ্ঠানিকভাবে এদেশে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। আর আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছিলাম যে, 5G কানেক্টিভিটির সাথে আসা এই হ্যান্ডসেটকে হয়তো বাজেট সেগমেন্টের অধীনেই নিয়ে আসা হবে। এখন সংস্থার বিবৃতি অনুসারে, এর বিক্রয় মূল্য ১০,০০০ টাকার কম রাখা হবে। যার দরুন উক্ত ফোনটি ভারতের সবথেকে সস্তার 5G ফোনের তকমা পাবে। চলুন সেল শুরু আগেই নতুন Lave Blaze 5G ফোনের ফিচার তালিকাটি দেখে নেওয়া যাক।

লাভা ব্লেজ ৫জি স্পেসিফিকেশন ও ফিচার (Lava Blaze 5G Specifications and Features)

লাভা ব্লেজ ৫জি ফোনে আছে ৬.৫-ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। তবে সংস্থার দাবি অনুসারে, ফোনটি অতিরিক্তভাবে ৩ জিবি ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ স্পেস বাড়ানো যাবে। নিরাপত্তার জন্য আলোচ্য মডেলের পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য লাভা আনীত এই ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ডেপ্থ সেন্সর ও একটি ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এটি - ব্লু এবং গ্রীন কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

Tags:    

Similar News