Lava Yuva 3: জলের দরে দুর্দান্ত ফোন লঞ্চ করল লাভা, রয়েছে স্টক অ্যান্ড্রয়েড, ট্রিপল AI ক্যামেরা

Update: 2024-02-03 05:35 GMT

দেশীয় মোবাইল ব্র্যান্ড, লাভ ভারতে তরুণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন ইয়ুথ-সেন্ট্রিক স্মার্টফোন, Lava Yuva 3 লঞ্চ করেছে। ফোনটি সাশ্রয়ী মূল্যে আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় পারফরম্যান্সের মেলবন্ধনকে তুলে ধরে। এই ফোনটি এইচডি+ ডিসপ্লে, UNISOC T606 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। আসুন তাহলে নবাগত Lava Yuva 3-এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Lava Yuva 3-এর মূল্য এবং লভ্যতা

লাভা যুবা ৩-এর ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম ৬,৭৯৯ টাকা, আর টপ-এন্ড ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭,২৯৯ টাকায় পাওয়া যাবে। এটি আগামী ৭ ফেব্রুয়ারি অ্যামাজন (Amazon)-এ এবং ১০ ফেব্রুয়ারি থেকে লাভার রিটেইল নেটওয়ার্ক এবং ই-স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। লাভা যুবা ৩ সস্তা স্মার্টফোনের বাজারে ভাল বিকল্প হতে চলেছে৷ হ্যান্ডসেটটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ইক্লিপস ব্ল্যাক, কসমিক ল্যাভেন্ডার এবং গ্যালাক্সি হোয়াইট।

Lava Yuva 3-এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা যুবা ৩-এ ফ্ল্যাট সাইড সহ প্রিমিয়াম ব্যাক ডিজাইন দেখা যায়। সামনে ৬.৫ ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটি ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এই ফোনে ৪ জিবি র‍্যাম রয়েছে, যা ৮ জিবি পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যায় এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ অপশন অফার করে।

ফটোগ্রাফির জন্য, Lava Yuva 3-এ ১৩ মেগাপিক্সেলের ট্রিপল এআই (AI) রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Yuva 3-এ দীর্ঘস্থায়ী ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ইউএসবি টাইপ-সি কেবল দ্বারা সাপোর্টেড। Lava Yuva 3-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি বটম-ফায়ারিং স্পিকার, স্টক অ্যান্ড্রয়েড ১৩ ওএস এবং ফেস আনলক ফিচার। এতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং নিরাপত্তার জন্য সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বিদ্যমান।

Tags:    

Similar News