Letv S2 Pro: কুমিরের চামড়ার ফোন? দাম স্রেফ 12,000 টাকা! কোথায় গেলে পাবেন
চীনা ব্র্যান্ড লিটিভি (Letv) ক্লোন ফোন তৈরির পরিচিত। গত জানুয়ারিতে, লিটিভি iPhone 14 Pro-এর অনুরূপ ডিজাইনের সঙ্গে Letv S1 Pro লঞ্চ করেছিল। আর এখন, ব্র্যান্ডটি সেটির আপগ্রেড ভার্সন হিসেবে Letv S2 Pro নিয়ে এসেছে। এটি যদিও, নতুন আইফোনের মতো একেবারেই দেখতে নয়। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ব্যাক প্যানেলে কুমিরের চামরার মতো আকর্ষণীয় লেদার ফিনিশ। Letv S2 Pro-এর অঅন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এইচডি+ ডিসপ্লে, MediaTek চিপসেট, শক্তিশালী ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আসুন এই ফোনটির সকল স্পেসিফিকেশন ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Letv S2 Pro-এর স্পেসিফিকেশন এবং ফিচার
লিটিভি এস২ প্রো-এর সামনে কর্নার পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, আর রিয়ার প্যানেলটি কুমিরের চামড়ার মতো টেক্সচারযুক্ত উপাদান দ্বারা সজ্জিত। এছাড়া গোল্ড ফিনিস দ্বারা বেষ্টিত স্বতন্ত্র ক্যামেরা মডিউল সহ ফোনটি অভিনব লুক তুলে ধরেছে। লিটিভি এস২ প্রো-তে ৬.৫ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে ডিভাইসটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত বেশ পুরনো MediaTek MT8788 চিপসেট দ্বারা চালিত, যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। লিটিভি এস২ প্রো অ্যান্ড্রয়েড ভিত্তিক লি ওএস (Le OS) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Letv S2 Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে, যার সাথে একটি ২ মেগাপিক্সেলের এবং একটি ০.৩ মেগাপিক্সেলের সেন্সর মিলিত হয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Letv S2 Pro-এ ৪,৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে কোনও তথ্য অবশ্য জানা যায়নি। নিরাপত্তার জন্য, Letv S2 Pro-এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পরিশেষে, ডিভাইসটির পরিমাপ ১৬৬.১৬ x ৭৬.৯৬ x ১০.৬ মিলিমিটার এবং ওজন প্রায় ২০৪ গ্রাম।
Letv S2 Pro-এর দাম
চীনে Letv S2 Pro-এর একমাত্র ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৯৯৯ ইউয়ান (প্রায় ১২,০০০ টাকা)। তবে, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি না থাকায়, এই ফোনটি চীনের বাইরে বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম।