সস্তায় সুন্দর ডিজাইন নিয়ে 50MP ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির নয়া 5G স্মার্টফোন লঞ্চ হল
চায়না টেলিকম (China Telecom) চীনের বাজারে Maimang A20 5G নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি এন্ট্রি-লেভেল ফাইভ-জি হ্যান্ডসেট হিসাবে এসেছে, যা আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 700 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। চলুন ডিভাইসটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Maimang A20 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
মাইম্যাং এ২০ ৫জি-তে ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের রেজোলিউশন অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত, যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এছাড়া, অতিরিক্ত স্টোরেজের জন্য এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, মাইম্যাং এ২০ ৫জি-এর রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, মাইম্যাং এ২০ ৫জি-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য, এই ফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটিও রয়েছে।
Maimang A20 5G-এর মূল্য ও লভ্যতা
চীনে Maimang A20 5G দুটি কনফিগারেশনে লঞ্চ হয়েছে - ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। উভয় ভ্যারিয়েন্টের দাম ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৪,৯৫০ টাকা) এবং ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,২৩০ টাকা)। A20 5G-কে ব্ল্যাক, গ্রীন এবং ব্লু - এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে। ফোনটি ভারতের বাজারে লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।
প্রসঙ্গত, মাইম্যাং ব্র্যান্ডটি প্রাথমিকভাবে ২০১৩ সালে চায়না টেলিকম এবং টেনসেন্ট (Tencent)-এর সহযোগিতায় হুয়াওয়ে (Huawei)-এর অধীনে সাব-ব্র্যান্ড হিসেবে চালু হয়েছিল। এটি অচিরেই তার ট্রেন্ডি ডিজাইনের জন্য হোম মার্কেটে জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি কিছু মাইম্যাং ডিভাইস গ্লোবাল মার্কেটে চালু করার জন্য হুয়াওয়ে দ্বারা রিব্র্যান্ড করা হয়েছিল। তবে পরবর্তীকালে হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে, ব্র্যান্ডটিকে বাঁচিয়ে রাখতে মাইমাংকে চায়না টেলিকমের কাছে বিক্রি করা হয়। আর এখন এই ব্র্যান্ডের অধীনে লঞ্চ হওয়া নয়া মডেল হল Maimang A20 5G।