রোদেও পরিষ্কার দেখা যাবে স্ক্রিন, Maxima Max Pro Turbo স্মার্টওয়াচ উন্নত ডিসপ্লে সহ লঞ্চ হল

By :  techgup
Update: 2022-06-16 06:20 GMT

ঘড়ির বাজারে Maxima ব্র্যান্ডের নাম আমাদের সকলের কাছেই পরিচিত। সংস্থাটি আজ তাদের স্মার্টওয়াচ লাইনআপকে সম্প্রসারিত করতে লঞ্চ করল Maxima Max Pro Turbo স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচারের সাথে এসেছে নতুন এই ওয়্যারেবলটি। তাছাড়া এতে রয়েছে অভিনব কল মিউটিংয়ের সুবিধা। এমনকি স্মার্টওয়াচের ডিসপ্লের ধারে উপস্থিত ক্রাউন বাটনের মাধ্যমে ঘড়িটিকে পরিচালনা করা সম্ভব। চলুন নতুন Maxima Max Pro Turbo স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Maxima Max Pro Turbo স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ম্যাক্স প্রো টার্বো স্মার্টওয়াচের প্রারম্ভিক দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট আমাজন থেকে এটি মিডনাইট ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক, আর্মি গ্রীন এবং সিলভার কালারে কেনা যাবে।

Maxima Max Pro Turbo স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত ম্যাক্সিমা ম্যাক্স প্রো টার্বো স্মার্টওয়াচের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এটি ১.৬৯ ইঞ্চি এইচডি আইপিএস স্ক্রিনের সাথে এসেছে। তাছাড়া এর ডিসপ্লেটি মেটালের তৈরি, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৫৫০ নিট। সংস্থাটি দাবি করেছে, প্রচন্ড রোদেও এর ডিসপ্লে এতটাই উজ্জ্বলতা দেবে যে স্ক্রিনটি পরিষ্কারভাবে দেখা যাবে।

এবার আসা যাক স্মার্টওয়াচটির অন্যান্য ফিচার প্রসঙ্গে। এতে রয়েছে সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া এর ডিসপ্লের ধারে একটি স্ক্রোলিং ক্রাউন বাটন উপস্থিত। যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি এই বাটন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ব্লুটুথ কলিং ফিচার এবং জুম করতেও সাহায্য করবে। উপরন্তু এতে পাওয়া যাবে অভিনব কল মিউটিংয়ের সুবিধা, অর্থাৎ ব্যবহারকারী হাতের ঘড়িটি থেকেই অপছন্দের ফোন কল মিউট করে দিতে পারবেন, ঠিক স্মার্টফোনের মতো। এর ক্রাউন বোতামটি প্রেস করলেই ঘড়িটি সাইলেন্ট মোডে চলে যাবে।

অন্যদিকে ম্যাক্স প্রো টার্বো স্মার্টওয়াচে রয়েছে একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ফিচার। ব্যবহারকারী সহজেই ঘড়িটির মাধ্যমে তার রক্তে অক্সিজেনের মাত্রা, হার্ট রেট এবং স্লিপ লেভেল নিরীক্ষণ করতে পারবেন। এমনকি এতে ১০০টিরও বেশী ক্লাউড বেসড ওয়াচফেস বর্তমান।
সর্বোপরি Maxima Max Pro Turbo স্মার্টওয়াচে ইনবিল্ট মাইক এবং স্পিকার উপলব্ধ। ফলে ব্যবহারকারী এই ঘড়ি থেকেই ফোন কল যেমন করতে এবং ধরতে পারবেন, তেমনই এতে কন্টাক্ট এবং রিসেন্ট কল ডেটা মজুদ করে রাখা যাবে।

Tags:    

Similar News