দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হল ভারতীয় ফোন Micromax In Note 1 ও Micromax In 1b

By :  techgup
Update: 2020-11-03 12:49 GMT

In সিরিজের হাত ধরে প্রায় ২ বছরেরও বেশি সময় পর ভারতীয় মার্কেটে ফের ফেরত এল Micromax। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে কোম্পানি লঞ্চ করেছে Micromax In Note 1 ও Micromax In 1b নামের দুটি ফোন, যাদের দাম শুরু হয়েছে ৬,৯৯৯ টাকা থেকে। #InForIndia -র এই ফোনগুলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বলেই জানিয়েছেন মাইক্রোম্যাক্সের কো ফাউন্ডার রাহুল শর্মা। তিনি এও লঞ্চ ইভেন্টে বলেছেন, মাইক্রোম্যাক্স ইন নোট ১ এবং মাইক্রোম্যাক্স ইন ১বি স্টক অ্যান্ড্রয়েডের সাথে এসেছে এবং কোম্পানি আগামী ২ বছর এখানে সফটওয়্যার আপডেট দেবে। এছাড়াও Micromax In Note 1 ও Micromax In 1b এর আরও একটি প্রধান আকর্ষণ বিজ্ঞাপন ও নোটিফিকেশন মুক্ত এক্সপেরিয়েন্স। এখনকার বেশিরভাগে ফোনে থাকা বিজ্ঞাপন আমাদের বিরক্তির কারণ হয়, কিন্তু মাইক্রোম্যাক্স ফোনে আপনি এই ধরণের কোনো সমস্যায় পড়বেন না।

Xiaomi, Realme, Vivo দের টেক্কা দিতে Micromax In Note 1 ও Micromax In 1b যথেষ্ট। কারণ এত কম দামে আপনি ফিঙ্গারপ্রিন্ট ও ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা বাজারের অন্য কোনো ফোনে পাবেন না।

Micromax In Note 1 ও Micromax In 1b এর দাম ও সেলের তারিখ

মাইক্রোম্যাক্স ইন ১বি এর দাম শুরু হয়েছে ৬,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। আবার এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৭,৯৯৯ টাকা। Micromax In 1b পার্পেল, গ্রীন ও ব্লু কালারে পাওয়া যাবে। এই ফোনের সাথে Redmi 9A, Realme C2 প্রভৃতির প্রতিদ্বন্দ্বিতা হবে। আগামী ২৬ নভেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হবে।

এদিকে মাইক্রোম্যাক্স ইন নোট ১ এর দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে। ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের এই দাম রাখা হয়েছে। আবার ১২,৪৯৯ টাকা দাম পড়বে ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। Micromax In Note 1 ফোনটি গ্রীন ও হোয়াইট কালারে পাওয়া যাবে। আগামী ২৪ নভেম্বর থেকে এর সেল শুরু হবে। এই ফোনের সাথে ভারতে প্রতিদ্বন্দ্বিতা হবে Redmi Note 9 এবং Realme Narzo 20 এর মত ফোনগুলির। জানিয়ে রাখি Micromax In সিরিজ ই-কমার্স সাইট Flipkart ও কোম্পানির নিজস্ব সাইট Micromax.com/in থেকে কেনা যাবে।

Micromax In 1b এর স্পেসিফিকেশন

মাইক্রোম্যাক্স ইন ১বি ফোনটি ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে সহ এসেছে। এর পিক্সেল রেজোলিউশন ১৬০০ x ৭২০। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ, যার মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এই ফোনে ২.৩ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে পাবেন ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Micromax In 1b ফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল (এফ/১.৮) এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনের পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য এতে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এতে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ফোনটির ওজন ১৮৮ গ্রাম। ডুয়েল ন্যানো সিমের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন।

Micromax In Note 1 এর স্পেসিফিকেশন

মাইক্রোম্যাক্স ইন নোট ১ ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ইনফিনিটি ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ২৪০০ x ১০৮০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ডুয়েল ন্যানো সিমের এই ফোনে আছে পাঞ্চ হোল ডিজাইন। ফোনটির পিছনে চারটি ক্যামেরা পাবেন। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (এফ/১.৭৯)। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর(এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪)। এই ক্যামেরায় ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যায়। রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ উপলব্ধ। আবার Micromax In Note 1 এর সামনে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.০। এতে ৪এক্স ডিজিটাল জুম আছে।

Micromax In Note 1 ফোনে ২ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে পাবেন ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সাথে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটির ওজন ১৯৬ গ্রাম। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে।

Tags:    

Similar News