Moto G Power 5G (2024) দুর্দান্ত ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে শক্তিশালী প্রসেসর

By :  SUMAN
Update: 2024-03-13 07:56 GMT

Motorola আজ অর্থাৎ ১৩ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারে Moto G Power 5G (2024) স্মার্টফোনের ঘোষণা করলো। এটি গত বছর আগত Moto G Power 5G (2023) মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। এই 5G-এনাবল হ্যান্ডসেটে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭ সিরিজের চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা ইউনিট, ডুয়েল স্পিকার সিস্টেম এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারির মতো ফিচার বিদ্যমান। আবার ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা মিলবে। ডিভাইসটিতে ই-সিম প্রযুক্তি সাপোর্ট করে। নীচে নয়া Moto G Power 5G (2024) স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল।

Moto G Power 5G (2024) এর স্পেসিফিকেশন

মোটো জি পাওয়ার ৫জি (২০২৪) স্মার্টফোন ভেগান লেদার ব্যাক প্যানেল এবং জল-প্রতিরোধী বডি-বিল্ড অফার করে। এতে রয়েছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD টাচ-প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি - ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯১ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ৮৫% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ চিপসেট রয়েছে। স্টোরেজ হিসাবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি মেমরি পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। ডিভাইসটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ইউএস (My UX) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা বিভাগের কথা বললে, নয়া Moto G Power 5G (2024) ফোনের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১১৮-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ যুক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Moto G Power 5G (2024) স্মার্টফোনের কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল রয়েছে - ডুয়াল সিম স্লট (ই-সিম সমর্থন সহ), ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.৩, এনএফসি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এছাড়া এই হ্যান্ডসেট সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডুয়াল স্পিকার সিস্টেমের সাথে এসেছে। এর পরিমাপ ১৬৭.২২x৭৬.৪৪x৮.৫ মিমি এবং ওজন ২০১ গ্রাম।

মার্কিন যুক্তরাষ্ট্রে Moto G Power 5G (2024) স্মার্টফোনের দাম

মার্কিন যুক্তরাষ্ট্রে Moto G Power 5G (2024) স্মার্টফোনের দাম ২৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২৪,৮০০ টাকা) ধার্য করা হয়েছে। এটি আগামী ২৯শে মার্চ থেকে সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্র শাখার ওয়েবসাইট (Motorola.com), অ্যামাজন ইউএস (Amazon US) এবং বেস্ট বাই ইউআই (Best Buy US) -এর মাধ্যমে প্রথমবার কেনার জন্য উপলব্ধ হবে। এই ফোন মোট দুটি কালার বিকল্পের সাথে লঞ্চ হয়েছে, যথা - মিডনাইট ব্লু এবং প্যাল লিলাক।

প্রসঙ্গত ভারতে এই ফোন কবে আত্মপ্রকাশ করবে তা এখনো অজানা।

Tags:    

Similar News