বিভিন্ন রেঞ্জে Moto G200, Moto G71, Moto G51, Moto G41 ও Moto G31 লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন
এক সাথে পাঁচ-পাঁচটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola। Moto G200 (মোটো ২০০০), Moto G71 (মোটো জি৭১), Moto G51 (মোটো জি৫১), Moto G41 (মোটো জি৪১), এবং Moto G31 (মোটো জি৩১) নামে ফোনগুলি এসেছে। এগুলির মধ্যে Moto G200 ফোনটি সবচেয়ে প্রিমিয়াম মডেল এবং Moto G41, Moto G31 এসেছে হাই বাজেট রেঞ্জে। প্রতিটি ফোনেই হাই রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে, স্ন্যাপড্রাগন/মিডিয়াটেক প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আসুন Moto G200, Moto G71, Moto G51, Moto G41 এবং Moto G31 ফোনের ফিচার ও দাম জেনে নেওয়া যাক.
মোটো জি ২০০ স্পেসিফিকেশন, দাম (Moto G200 Specifications, Price)
নতুন মোটো জি২০০ ফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, HDR10 এবং DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট সহ ৬.৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, মোটো জি২০০ ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য উপস্থিত ইউএসবি টাইপ-সি পোর্ট।
ইউরোপে Moto G200 ফোনের দাম ৪৪৯ ইউরো (প্রায় ৩৭,৮০০ টাকা)। এটির গ্লেসিয়ার গ্রিন ও স্টেলার ব্লু কালার ভ্যারিয়েন্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কেনার জন্য উপলব্ধ হবে। পরে লাতিন আমেরিকাতেও ফোনটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যদিও ভারতে এটি মিলবে কিনা তা জানা যায়নি।
মোটো জি৭১ স্পেসিফিকেশন, দাম (Moto G71 Specifications, Price)
মোটো জি৭১ মডেলে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ, এবং পিক্সেল ডেন্সিটি ৪০৯ পিপিআই। এই ফোনটিও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। সাথে পাওয়া যাবে টার্বো পাওয়ার ৩০ ফাস্ট চার্জিংসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
ক্যামেরার কথা বললে, মোটো জি৭১ ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, তবে এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির ক্ষেত্রে ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৫.০ এবং ওয়াইফাই এসি প্রভৃতি ফিচার উপলব্ধ।
আগামী সপ্তাহ থেকে ইউরোপে Moto G71 ফোনটি কেনা যাবে, এর দাম পড়বে ২৯৯.৯৯ ইউরো (প্রায় ২৫,২০০ টাকা)। পরে ভারত, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের নির্বাচিত বাজারগুলিতেও এই ফোন লঞ্চ হবে৷
মোটো জি৫১ স্পেসিফিকেশন, দাম (Moto G51 Specifications, Price)
সদ্য লঞ্চ হওয়া মোটো জি৫১ হ্যান্ডসেটে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে৷ যা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ওএস, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। এক্ষেত্রে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ আরো বাড়ানো যাবে। মোটো জি৫১ ফোনে মিলবে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.১ এবং ওয়াইফাই এসি।
আবার ফটোগ্রাফির জন্য নতুন ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ইউরোপের বাজারে Moto G51 ফোনের দাম ২২৯.৯৯ ইউরো (প্রায় ১৯,৩০০ টাকা) এবং এটি আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে। আগামী দিনে ভারত, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের নির্বাচিত বাজারগুলিতেও এটিকে আনা হবে৷
মোটো জি৪১ স্পেসিফিকেশন, দাম (Moto G41 Specifications, Price)
মোটোরোলা কর্তৃক লঞ্চ হওয়া মোটো জি৪১ ফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও সহ ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। সাথে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ওএস, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, ব্লুটুথ ৫। ফটোগ্রাফির ক্ষেত্রে, এই ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স) অফার করবে, যেখানে ভিডিও কলিং ও সেলফির জন্য মিলবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Moto G41 ফোনের দাম ধার্য করা হয়েছে ২৪৯.৯৯ ইউরো (প্রায় ২০,৯০০ টাকা)। এটি আগামী সপ্তাহ থেকে ইউরোপে পাওয়া যাবে; পরে লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলি এটির পরশ পাবে।
মোটো জি৩১ স্পেসিফিকেশন, দাম (Moto G31 Specifications, Price)
সর্বশেষ মডেল মানে মোটো জি৩১ ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ ওএস, মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, ৪ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ এবং ১০ ওয়াট চার্জিং প্রযুক্তিসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য ইউজাররা এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০ ও ওয়াইফাই এসির মত বিকল্প পাবেন।
ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
Moto G31 ফোনটির দাম শুরু হয়েছে ১৯৯.৯৯ ইউরো (প্রায় ১৬,৭০০ টাকা) থেকে। প্রাথমিকভাবে এটি আগামী সপ্তাহ থেকে ইউরোপে বিক্রি হবে; পরে ভারত, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলিতেও এটিকে নিয়ে আসবে সংস্থা।