5 সেপ্টেম্বর নতুন স্মার্টফোনের লঞ্চ নিশ্চিত করল Motorola, শক্তিশালী ব্যাটারির সঙ্গে থাকবে স্মুদ ডিসপ্লে

Update: 2023-08-25 12:04 GMT

মোটোরোলা আগামী ১ সেপ্টেম্বর G-সিরিজের নতুন সংযোজন হিসাবে, Motorola G84 5G ভারতে লঞ্চ করতে চলেছে৷ পাশাপাশি Lenovo অধীনস্থ ব্র্যান্ডটি Moto G54 নামে আরেকটি G-সিরিজ ফোনের ওপরও কাজ করছে বলে জানা গেছে। দাম ছাড়া যার প্রায় সব তথ্যই প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই স্মার্টফোনটির ছবিও ফাঁস হয়েছে। এবার মোটোরোলা চীনে ডিভাইসটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে।

Moto G54 লঞ্চের দিনক্ষণ ঘোষণা হল

মোটোরোলা আগামী ৫ সেপ্টেম্বর চীনে মোটো জি৫৪ এর লঞ্চ হবে বলে ঘোষণা করেছে। অর্থাৎ, এটি ১ সেপ্টেম্বর ভারতে জি৮৪ ৫জি ফোনটির আত্মপ্রকাশের মাত্র কয়েক দিন পরেই চীনের মার্কেটে পা রাখবে। যদিও কোম্পানি তাদের এই টিজারে হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ ছাড়া আর কোন তথ্য প্রকাশ করেনি। তবে যেহেতু ফোনটিকে নিয়ে দীর্ঘদিন ধরে প্রযুক্তি মহলে জল্পনা চলছে এবং এটিকে একাধিক সার্টিফিকেশন সাইটেও স্পট করা গেছে, তাই এর সম্পর্কে অধিকাংশ তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, মোটো জি৫৪-এর ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাট আউট অবস্থান করবে এবং স্ক্রিনটির ওপরে ও দুই পাশে সরু বেজেল দেখা গেলেও নীচের বেজেলটি অপেক্ষাকৃত পুরু হবে। পিছনের প্যানেলে একটি বর্গাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভিতরে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকবে। মোটো জি৫৪ ব্যালাড ব্লু, করোনেট ব্লু, অ্যামব্রোসিয়া এবং আউটার স্পেস-এর মতো কালার অপশনে পাওয়া যাবে।

এছাড়াও অফিসিয়াল লঞ্চের আগে, Moto G54 চীনের টেনার ছাড়পত্র পেয়েছে, যা ফাঁস হওয়া রেন্ডারের অনুরূপ ডিজাইন প্রকাশ করেছে। স্পেসিফিকেশনের ক্ষেত্রে, এই মোটোরোলা ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করতে পারে। এতে ব্যবহৃত প্রসেসসের নাম অজানা হলেও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে বলে জানা গেছে। এছাড়া, Moto G54-এর ব্যাটারির ক্ষমতা হতে পারে প্রায় ৫,০০০ এমএএইচ, যা দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম।

Tags:    

Similar News