Motorola Edge 50 Fusion-এর ডিজাইন প্রকাশ্যে চলে এল, ফিচার্সও হবে লা-জবাব
মোটোরোলা তাদের Edge 50 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা Motorola Edge 50 Pro-এর ভারতীয় মডেল দিয়ে শুরু হবে। এর পাশাপাশি ব্র্যান্ডটি একটি লোয়ার-মিডরেঞ্জ ডিভাইসেও কাজ করছে, যার নাম Motorola Edge 50 Fusion। এই ফোনটিকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পাশাপাশি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও দেখা গেছে। আর এখন, Edge 50 Fusion-এর ছবি ফাঁস হয়ে গিয়েছে, যা ফ্রন্ট এবং ব্যাক - উভয় প্যানেলের ডিজাইন তুলে ধরেছে।
Motorola Edge 50 Fusion-এর রেন্ডার ফাঁস
অ্যান্ড্রয়েড হেডলাইনস দাবি করেছে যে মোটোরোলা আগামী 3 এপ্রিল এজ 50 ফিউশন লঞ্চ করবে, যে তারিখে মোটোরোলা এজ 50 প্রো-ও বাজারে আসবে। মোটোরোলা এজ 50 ফিউশন তিনটি কালার অপশনে উপলব্ধ হবে বলে জানা গেছে -ব্যালাড ব্লু, পিকক পিঙ্ক এবং টাইডাল টিল। এই সকল কালার অপশনগুলিতে টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল রয়েছে, তবে শুধুমাত্র ব্যালাড ব্লু শেডে ভেগান লেদার ফিনিস দেখা গেছে। ডিজাইন সম্পর্কে বললে, এতে দুটি বড় ক্যামেরা কাটআউট সহ কার্ভড ব্যাক থাকবে। প্রান্তগুলিও কার্ভ এবং ডিসপ্লেটিও তাই। স্ক্রিনের ওপরের কেন্দ্রে ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট থাকবে।
রিপোর্টে আরও বলা হয়েছে যে, এজ 50 ফিউশন-এ ৬.৭ ইঞ্চির পি-ওলেড (pOLED) ডিসপ্লে থাকবে, যা গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত হবে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর দ্বারা চালিত হবে, যা গিকবেঞ্চ (Geekbench) লিস্টিং দ্বারাও নিশ্চিত করা হয়েছে। 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এজ 50 ফিউশন-এ বড় 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে, যা 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য, Motorola Edge 50 Fusion-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এটি IP68 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং সহ আসবে বলে জানা গেছে। দাম ভারতে 25,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।