বাজার কাঁপিয়ে অনবদ্য স্মার্টফোন আনছে Motorola, লঞ্চের আগেই সব ফিচার্স ফাঁস

Update: 2024-04-14 18:01 GMT

মোটোরোলা সম্প্রতি ভারতের বাজারে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন, Motorola Edge 50 Pro লঞ্চ করেছে। আবার কোম্পানি আগামী 16 এপ্রিল আরও প্রিমিয়াম Edge 50 Ultra লঞ্চের ঘোষণা করেছে। ইতিমধ্যেই ফোনটির ফিচার্স থেকে শুরু করে নানা ছবি ফাঁস হয়েছে। এবার Edge 50 Ultra মডেলটির কোর স্পেসিফিকেশন প্রকাশ্যে চলে এসেছে।

Motorola Edge 50 Ultra-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, মোটোরোলা এজ 50 আল্ট্রা-এ 144 হার্টজ রিফ্রেশ রেট সহ একটি উচ্চ-রেজোলিউশনের (সম্ভবত 1440 পিক্সেল) ওলেড ডিসপ্লে থাকবে। এটি সম্ভবত কার্ভড স্ক্রিন হবে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। ডিজাইনের দিক থেকে, ফোনটিতে কাঁচের ব্যাক প্যানেল এবং মেটালঙ মিড ফ্রেম দেখা যাবে।

মোটোরোলা এজ 50 আল্ট্রা-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে, যার মধ্যে বড় 1/1.3 ইঞ্চির সেন্সর সহ 50 মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। এটির সাথে 75 মিলিমিটারের পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত হবে, যা দূরের বস্তুর ডিটেইল যুক্ত শটের জন্য 3.2x অপটিক্যাল জুম অফার করবে। তৃতীয় সেন্সরের বৈশিষ্ট্যগুলি এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি বিস্তৃত ল্যান্ডস্কেপ ক্যাপচার করার জন্য একটি আল্ট্রাওয়াইড লেন্স হতে পারে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Motorola Edge 50 Ultra-এ Snapdragon 8s Gen 3 থাকবে, যা Qualcomm-এর নতুন সাব-ফ্ল্যাগশিপ মোবাইল প্রসেসর। ফোনটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। বেঞ্চমার্ক পরীক্ষায় সিঙ্গেল-কোরে 1,947 পয়েন্ট এবং মাল্টি-কোর রাউন্ডে 5,149 পয়েন্ট স্কোর করেছে। লিস্টিং অনুযায়ী, হ্যান্ডসেটটিতে 12 জিবি পর্যন্ত র‍্যাম মিলবে।

চার্জিংয়ের ক্ষেত্রে, Motorola Edge 50 Ultra-এ 125 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। তবে সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকা সত্ত্বেও, মোটোরোলা এতে অপেক্ষাকৃত ছোট 4,500 এমএএইচ ব্যাটারি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News