Motorola: আমজনতাকে খুশি করতে এবার সস্তায় স্মার্টফোন আনতে চলেছে মোটোরোলা

Update: 2024-06-01 07:40 GMT

মোটোরোলা (Motorola) শীঘ্রই একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে, যা তাদের উচ্চ-মানের ডিভাইসের লাইনআপে যোগ দেবে৷ সাম্প্রতিক রিপোর্ট থেকে এই আসন্ন হ্যান্ডসেটটির সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ্যে এসেছে, যা মোটোরোলা অনুরাগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। "কানসাস" (Kansas) কোডনেম যুক্ত এই মোটো ফোনটির সর্ম্পকে উঠে আসা তথ্যগুলি গ্রাহকদের একটি নতুন বাজেট-ফ্রেন্ডলি বিকল্পের ইঙ্গিত দিচ্ছে৷ আসুন ডিভাইসটির সর্ম্পকে কি কি জানা গেছে, দেখে নেওয়া যাক।

Kansas কোডনেমের নতুন মোটোরোলা ফোন শীঘ্রই আসছে বাজারে

অ্যান্ড্রয়েড হেডলাইনস অনুসারে, মোটোরোলা একটি নতুন ফোনে কাজ করছে, যা হাই-এন্ড স্পেসিফিকেশন অফার করবে না। এছাড়াও, "কানসাস" কোডনামটি ইঙ্গিত দেয় যে ডিভাইসটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ হবে, কারণ কানসাস একটি মার্কিন রাজ্য যা নেব্রাস্কা এবং কলোরাডোর সীমান্তবর্তী। তবে, মোটোরোলার সঠিক কৌশল এখনও অস্পষ্ট এবং ডিভাইসটি বিভিন্ন অঞ্চলেও উপলব্ধ হতে পারে।

মোটোরোলার এই আসন্ন কানসাস ডিভাইসটি XT2513-V, XT2513-1, XT2513-2 এবং XT2513-3 মডেল নম্বর বহন করে৷ "XT25" থেকে অনুমান করা হচ্ছে যে ডিভাইসটি ২০২৫ সালে লঞ্চ হতে পারে। যদিও সঠিক লঞ্চের তারিখ অজানা, তবে আশা করা যায় যে সাশ্রয়ী মূল্যের ফোনটি পরের বছর আত্মপ্রকাশ করবে।

মোটোরোলা প্রিমিয়াম এবং মিড-রেঞ্জ উভয় বিভাগেই উচ্চ-মানের ডিভাইস প্রকাশ করার জন্য পরিচিত। যদিও আসন্ন ফোনটির প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং সঠিক লঞ্চের তারিখের মতো সুনির্দিষ্ট বিষয়গুলি সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি, তবে বর্তমান তথ্যের ওপর ভিত্তি করে এটি আগামী বছর প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। মোটোরোলা স্মার্টফোনের বাজারে অন্যতম বিশিষ্ট ব্র্যান্ড হিসাবে নিজের স্থান ধরে রেখেছে। সংস্থাটি ধারাবাহিকভাবে উদ্ভাবনী পণ্য সরবরাহ করে, যা বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা পূরণ করে। মোটোরোলা সম্প্রতি তাদের Razr সিরিজের অধীনে উচ্চ মানের ফোল্ডেবল ফোনগুলি প্রকাশ করেছে, আবার ন্যায্য মূল্যে ভালো মানের স্মার্টফোন প্রকাশ করার ক্ষেত্রেও ব্র্যান্ডের যথেষ্ট ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে।

Tags:    

Similar News