২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বাম্পার ডিসকাউন্ট, Flipkart ব্ল্যাক ফ্রাইডে সেলে লোভনীয় অফার

Avatar

Published on:

Motorola Edge 30 Ultra Huge Discount Offer

২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন Motorola Edge 30 Ultra এখন বাম্পার ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেল (Flipkart Black Friday Sale) থেকে আপনি এই ফোনটি অফারের সাথে কিনতে পারবেন। এই সেলে ৬৯,৯৯৯ টাকা এমআরপির এই ফোন ৫০,৪৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া Motorola Edge 30 Ultra ফোনের সাথে ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। তাই আপনি যদি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন কিনতে চান তাহলে এটাই সঠিক সময়।

Motorola Edge 30 Ultra ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

মোটোর এই ফোনে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। আবার মোটোরোলা এজ ৩০ আল্ট্রা কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) OLED কার্ভড ডিসপ্লের সাথে এসেছে, যা ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০+ টেকনোলজি সাপোর্ট করে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিন দ্বারা চালিত। নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। আবার এই ফোনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP1 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি টেলিফটো শুটার।

আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 30 Ultra ফোনে ১২৫ ওয়াট টার্বোপাওয়ার ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এছাড়া, ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP52 রেটিং প্রাপ্ত।

সঙ্গে থাকুন ➥