ওপ্পো-ভিভোদের হারিয়ে বাজিমাত, বিশ্বের সবচেয়ে শক্তিশালী Android ফোন এটাই!

Avatar

Published on:

Global Top10 Best Performing Android Phones

এপ্রিল মাস শুরু হতেই সুপরিচিত বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, আনটুটু (AnTuTu) পারফরম্যান্সের নিরিখে মার্চ, 2024-এর টপ-পারফর্মিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির তালিকা প্রকাশ করেছে৷ এই ডিভাইসগুলিকে মূলত তাদের সিপিইউ (CPU), জিপিইউ (GPU), মেমরি (RAM) এবং ইউএক্স (সফ্টওয়্যার) পারফরম্যান্সের ওপর ভিত্তি করে স্কোর প্রদান করা হয়েছে, যাতে ইউজাররা সামগ্রিক কর্মক্ষমতা সম্পর্কে ধারণা পান। গত মাসে আনটুটু-এর সেরা দশ ফ্ল্যাগশিপ ডিভাইসের তালিকায় কোন কোন স্মার্টফোন জায়গা করে নিয়েছে, আসুন জেনে নেওয়া যায়।

2024 সালের মার্চ মাসের AnTuTu-এর সেরা-দশ স্মার্টফোনের তালিকা

  1. Asus ROG Phone 8 Pro (Snapdragon 8 Gen 3, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) – 2,141,448 পয়েন্ট
  2. Oppo Find X7 (Dimensity 9300, 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ) – 2,138,119 পয়েন্ট
  3. iQOO 12 (Snapdragon 8 Gen 3, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) – 2,110,595 পয়েন্ট
  4. Red Magic 9 Pro+ (Snapdragon 8 Gen 3, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) – 2,098,269 পয়েন্ট
  5. Vivo X100 Pro (Dimensity 9300, 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ) – 2,088,853 পয়েন্ট
  6. iQOO Neo 9 Pro (Dimensity 9300, 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ) – 2,070,155 পয়েন্ট
  7. iQOO 12 Pro (Snapdragon 8 Gen 3, 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ) – 2,066,837 পয়েন্ট
  8. Vivo X100 (Dimensity 9300, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) – 2,049,022 পয়েন্ট
  9. Nubia Z60 Ultra (Snapdragon 8 Gen 3, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) – 2,043,411 পয়েন্ট
  10. Oppo Find X7 Ultra (Snapdragon 8 Gen 3, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) – 2,036,200 পয়েন্ট

গত ফেব্রুয়ারিতে, ডাইমেনসিটি 9300-চালিত ওপ্পো ফাইন্ড এক্স7 ফোনটি আসুস আরওজি ফোন 8 প্রো-কে পারফরম্যান্সের দিক থেকে হারিয়েছে। তবে এখন দেখে মনে হচ্ছে যে আরওজি ফোন 8 প্রো কিছু আপগ্রেড পেয়েছে, যা শেষ পর্যন্ত এটিকে মার্চ, 2024-এর আনটুটু চার্টের শীর্ষে নিয়ে এসেছে৷ আরওজি ফোন 8 প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 ফ্ল্যাগশিপ চিপসেট সহ জানুয়ারি মাসে উন্মোচন করা হয়েছিল৷ এটি বেঞ্চমার্ক টেস্টে 2,141,448 স্কোর করেছে।

এদিকে, 2,138,119 পয়েন্ট সহ ওপ্পো ফাইন্ড এক্স7 মাত্র 3,329 পয়েন্টের পার্থক্যের সাথে একেবারে পিছনেই রয়েছে৷ অর্থাৎ, মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 এবং স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপ উভয়ই পারফরম্যান্সে একে অপরের সাথে প্রায় সমান, যা ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতার জন্য বেশ ভাল। মিডিয়াটেক এবং কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের চিপগুলির সাথে কি কি অফার করে, সেটাই এখন দেখার৷ বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপ দুটিই মাল্টি-কোর পরীক্ষায় অ্যাপল (Apple)-এর লেটেস্ট এ18 প্রো-কেও ছাড়িয়ে যাচ্ছে।

আনটুটু র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানটি দখল করেছে iQOO 12, যেখানে Snapdragon 8 Gen 3 প্রসেসর-চালিত Nubia Red Magic 9 Pro+ গেমিং স্মার্টফোনটি 2,098,269 পয়েন্টের সাথে চতুর্থ স্থানে রয়েছে। Vivo X100 Pro MediaTek Dimensity 9300 প্রসেসরের সাথে পঞ্চম স্থানটি অধিকার করে নিয়েছে। আর ষষ্ঠ থেকে দশম স্থানে যথাক্রমে iQOO Neo 9 Pro, iQOO 12 Pro, Vivo X100, Nubia Z60 Ultra এবং Oppo Find X7 Ultra-এই ফোনগুলি রয়েছে।

সঙ্গে থাকুন ➥