HomeMobilesiPhone 14 লঞ্চ হতেই বন্ধ হয়ে গেল iPhone 13 Pro, 13 Pro...

iPhone 14 লঞ্চ হতেই বন্ধ হয়ে গেল iPhone 13 Pro, 13 Pro Max, iPhone 11, iPhone 12 Mini

অ্যাপল যদিও আনুষ্ঠানিকভাবে পূর্বোক্ত পুরানো আইফোন মডেলগুলির বিক্রি বন্ধ করে দিয়েছে, তবে স্টক থাকাকালীন বিশ্বজুড়ে খুচরো বিক্রেতাদের কাছ থেকে iPhone 11, iPhone 12 Mini বা iPhone 13 Pro সিরিজের মডেলগুলি কেনা যাবে

গতকাল (৭ সেপ্টেম্বর) অ্যাপল আনুষ্ঠানিকভাবে তাদের ‘ফার আউট ইভেন্ট’-এ বহুল প্রত্যাশিত iPhone 14 সিরিজটি উন্মোচন করেছে। এই সিরিজের অধীনে বাজারে পা রেখেছে স্ট্যান্ডার্ড iPhone 14, নতুন বড়ো ডিসপ্লে যুক্ত iPhone 14 Plus, iPhone 14 Pro এবং টপ-এন্ড iPhone 14 Pro Max-এই চারটি মডেল। লেটেস্ট আইফোনগুলির সাথে গতকালের ইভেন্টে AirPods Pro 2nd Gen, Apple Watch Series 8 এবং Apple Watch Ultra-এর ওপর থেকেও পর্দা সরানো হয়েছে। তবে নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি বাজারে আসার সাথে সাথেই মার্কিন সংস্থাটি এবার কয়েকটি নির্বাচিত পুরনো আইফোন মডেলের বিক্রি বন্ধ করার বিষয়ে ঘোষণা করেছে।

Apple একাধিক পুরোনো iPhone মডেলের বিক্রি বন্ধ করে দিতে চলেছে

প্রতি বছরের মতো, নতুন আইফোন ১৪ প্রো মডেলগুলি লাইনআপ থেকে বেরিয়ে যাওয়া পূর্বসূরি আইফোন ১৩ প্রো মডেলগুলিকে প্রতিস্থাপন করেছে। এক কথায়, অ্যাপল আনুষ্ঠানিকভাবে গতবছরের আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেল দুটির বিক্রি বন্ধ করে দিচ্ছে। প্রসঙ্গত, আইফোন ১৩ প্রো সিরিজটি আগের মডেলগুলির তুলনায় কিছু বড় আপগ্রেড নিয়ে এসেছিল। ডিভাইসগুলি ১২০ হার্টজের লো-টেম্পারেচার পলি ক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তি যুক্ত ডিসপ্লে, উন্নত ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং উন্নততর ব্যাটারি লাইফ-এর মতো একাধিক আপগ্রেড অফার করে৷

এছাড়াও, অ্যাপল বন্ধ করে দিচ্ছে ২০১৯ সালে লঞ্চ হওয়া আইফোন ১১ মডেলটিও। এটি ছিল ডুয়েল-ক্যামেরা সেটআপ, ৪ জিবি র‍্যাম, ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট-এর মতো স্পেসিফিকেশন সহ প্রথম আইফোন। সবশেষে, মার্কিন সংস্থাটি ২০২০ সালের আইফোন ১২ মিনি কম্প্যাক্ট হ্যান্ডসেটটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ছিল প্রথম মিনি আইফোন এবং প্রথম ৫জি কানেক্টিভিটি যুক্ত আইফোনগুলির মধ্যে একটি। এছাড়াও এটি লঞ্চের সময় ওলেড (OLED) ডিসপ্লে সহ সবচেয়ে সাশ্রয়ী আইফোনের শিরোপাটিও লাভ করেছিল।

সুতরাং, গতকাল লঞ্চ হওয়া iPhone 14 হ্যান্ডসেটগুলিকে নিয়ে বর্তমানে Apple iPhone পরিবারে অবশিষ্ট রয়েছে মোট আটটি মডেল, এগুলি হল-
iPhone SE 3rd Gen (2022)
iPhone 12
iPhone 13 Mini
iPhone 13
iPhone 14
iPhone 14 Plus
iPhone 14 Pro
iPhone 14 Pro Max

জানিয়ে রাখি, অ্যাপল যদিও আনুষ্ঠানিকভাবে পূর্বোক্ত পুরানো আইফোন মডেলগুলির বিক্রি বন্ধ করে দিয়েছে, তবে স্টক থাকাকালীন বিশ্বজুড়ে খুচরো বিক্রেতাদের কাছ থেকে iPhone 11, iPhone 12 Mini বা iPhone 13 Pro সিরিজের মডেলগুলি কেনা যাবে৷ উল্লেখযোগ্যভাবে, iPhone 11 বন্ধ করার সাথে সাথে, আইফোন পরিবারে শুধুমাত্র ৪জি কানেক্টিভিটি যুক্ত ডিভাইস আর অবশিষ্ট রইল না।

RELATED ARTICLES

Most Popular