TechGupMobilesদাম ১৩০০০ টাকার কম, Redmi Note 10T সহ দেশের সবচেয়ে সস্তা তিনটি 5G ফোন আপনার অপেক্ষায়

দাম ১৩০০০ টাকার কম, Redmi Note 10T সহ দেশের সবচেয়ে সস্তা তিনটি 5G ফোন আপনার অপেক্ষায়

অ‌্যামাজন ও ফ্লিপকার্টের মতো সাইটে এই 5G ফোনগুলি আরও কমে কেনার সুযোগ রয়েছে

Reliance Jio এবং Airtel ক্রমাগত দেশের নতুন নতুন শহরে 5G নেটওয়ার্ক লঞ্চ করছে। এরজন্য দরকার একটি 5G স্মার্টফোন। Lava, Poco, Redmi-র মতো ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই সাশ্রয়ী মূল্যে 5G ফোন বাজারে এনেছে। তাই আপনি যদি বেশি অর্থ ব্যয় না করে 5G নেটওয়ার্কের আনন্দ নিতে চান, তাহলে এই প্রতিবেদন থেকে ১৫০০০ টাকার কমে উপলব্ধ কিছু ফোনের বিষয়ে জেনে নিন। অ‌্যামাজন ও ফ্লিপকার্টের মতো সাইটে এই 5G ফোনগুলি অনেক কমে কেনার সুযোগ রয়েছে।

Lava Blaze 5G : দাম ১০,৯৯৯ টাকা

লাভা ব্লেজ ৫জি ফোনের দেশের সমস্ত 5G ব্যান্ড সমর্থন করে। হ্যান্ডসেটটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে। এছাড়া রয়েছে ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট। হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটিতে রয়েছে অক্টা-কোর ২.২ গিগাহার্টজ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।

Poco M4 5G : দাম ১১,৯৯৯ টাকা

পোকো এম৪ ৫জি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পোকোর এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।

Redmi Note 10T 5G

রেডমি নোট ১০টি ৫জি কে ফ্লিপকার্টে ১২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। রেডমির এই ফোনে রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। এটি ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সহ এসেছে। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিকে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০ এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।

RELATED ARTICLES

Top Stories