HomeMobilesদীপাবলিতে জলের দরে কিনুন এই 4টি ফ্ল্যাগশিপ Smartphone, আজ রাতেই শেষ Flipkart...

দীপাবলিতে জলের দরে কিনুন এই 4টি ফ্ল্যাগশিপ Smartphone, আজ রাতেই শেষ Flipkart Sale

এই মুহূর্তে গোটা ভারতই দীপাবলি তথা দিওয়ালি উৎসবের মেজাজে মেতে আছে। রাত পোহালেই আনুষ্ঠানিকভাবে আলোর সাজ, নানারকমের বাজি, মিষ্টি, পুজো-পাঠ ইত্যাদিতে চারদিক খুশিতে মেতে উঠবে। কিন্তু এরই মধ্যে শেষ হচ্ছে Flipkart-এর ফেস্টিভ সেলের পালা – গত ২রা নভেম্বর থেকে শুরু হওয়া Flipkart Big Diwali Sale-এর আজ অর্থাৎ ১১ তারিখ শেষদিন। তাই আপনার যদি এই সময়ে নতুন ফোন কেনার থাকে তাও আবার ফ্ল্যাগশিপ রেঞ্জে, তাহলে সেল সমাপ্ত হওয়ার আগে হাতে থাকা স্বল্প কয়েক ঘণ্টা কাজে লাগালে আপনার কাজ সস্তাতেই মিটে যাবে। আসলে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে এখনও Big Diwali Sale উপলক্ষে স্মার্টফোনে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের সাথে SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে৷ এছাড়াও পাবেন এক্সচেঞ্জ ডিসকাউন্ট, Paytm অফার এবং নো-কস্ট ইএমআই পেমেন্টের বিকল্প। আসুন, এখন ঝটপট Flipkart Big Diwali Sale-এ নামী-দামী ফোনে উপলব্ধ কিছু সেরা অফার এক নজরে দেখে নিই।

Sale শেষের আগে Flipkart এই চারটি ফোনে দিচ্ছে দুর্দান্ত অফার

১. Google Pixel 7a: ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে এই ফোনটি অফারে ১০,২৪৯ টাকায় পেয়ে যাবেন।

এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ ওলেড ডিসপ্লে, গুগল টেন্সর জি২ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৪,৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

২. Google Pixel 7: ফ্ল্যাট ডিসকাউন্ট ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ ডিল ইত্যাদি সমস্ত কিছু কাজে লাগিয়ে এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৭,৭৪৯ টাকায় কেনা যেতে পারে।

গুগল পিক্সেল ৭ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৩ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, গুগল টেন্সর জি২ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ওএস, ৪,২৭০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন।

৩. iPhone 13: আজ রাতের মধ্যে ফ্লিপকার্ট থেকে এটি ২৮,২৪৯ টাকায় কেনা যেতে পারে।

আইফোন ১৩ মডেলে ৬০ হার্টজ ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর, ৩,২৪০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন।

৪. iPhone 14: সেলের সমস্ত অফার মিলিয়ে এই আইফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি সর্বনিম্ন ৩৩,৯৯৯ টাকায় কেনা যাবে।

অ্যাপল আইফোন ১৪ মডেলে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে, ৫ কোর জিপিইউসহ এ১৫ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে, ২০ ওয়াট চার্জিং সাপোর্ট, ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

RELATED ARTICLES

Most Popular