Honor Magic 6 সিরিজ লঞ্চ হতে পারে 11 জানুয়ারি, তাক লাগাবে দুর্ধর্ষ 1-ইঞ্চি ক্যামেরা

Avatar

Published on:

Honor Magic 6 Series launch date

Honor Magic 6 সিরিজ নতুন বছরের প্রথমে বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের দুটি ফ্ল্যাগশিপ ফোন ক্যামেরার উপর জোর দিযে ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে লঞ্চ হতে পারে। অনুমান, Oppo Find X7 এবং Honor Magic 6 সিরিজ একই সময়ে ঘোষণা করা হবে। তবে এখন নয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, Honor Magic 6 সিরিজ আগামী ১১ জানুয়ারি চীনে লঞ্চ হতে পারে।

Honor Magic 6 সিরিজের লঞ্চের তারিখ (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, অনর ম্যাজিক ৬ সিরিজে স্পেশাল এডিশন অনর ম্যাজিক ৬ পোর্শে ডিজাইন সহ একাধিক মডেল থাকবে। ওয়েইবো থেকে ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে যে, অনর এবং পোর্শে ডিজাইন (Porsche Design) ফ্ল্যাগশিপগুলির জন্য প্রি-সেল পিরিয়ড আগামী ১১ জানুয়ারি শেষ হবে, যা এইকদিনে লঞ্চের দিকে ইঙ্গিত করছে৷ স্ক্রিনশটটি চীনা রিটেইলার সাইট থেকে নেওয়া বলে মনে হচ্ছে৷

এই মুহূর্তে অনর ম্যাজিক ৬ সিরিজের প্রি-সেল চলছে। তবুও লিস্টিংটি থেকে আন্দাজ করা যায় যে ম্যাজিক ৬ সিরিজ ১১ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। অনর ম্যাজিক ৬ সিরিজের হ্যান্ডসেটগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের সঙ্গে আসতে পারে। এছাড়াও অনুমান করা হচ্ছে যে সিরিজের টপ-এন্ড মডেল, অনর ম্যাজিক ৬ প্রো সম্ভবত টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে।

জানিয়ে রাখি, Honor Magic 6 লাইনআপের মূল হাইলাইট হতে চলেছে প্রাইমারি ক্যামেরা। এতে ১-ইঞ্চি সেন্সর সাইজ সহ ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০কে প্রধান ক্যামেরা থাকবে। সেন্সরটি একে Oppo Find X7 Ultra, Xiaomi 14 Ultra এবং Vivo X100 Pro+ এর মতো প্রিমিয়াম স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী করে তুলবে। কারণ উল্লেখিত ওপ্পো, শাওমি এবং ভিভোর মডেলগুলিতে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি Sony LYT-900 প্রাইমারি ক্যামেরা থাকবে বলে খবর৷

সঙ্গে থাকুন ➥