জনপ্রিয় ফোনের 5G ভার্সন আনল Honor, 108MP ট্রিপল ক্যামেরা সহ রয়েছে বিশাল 6,000mah ব্যাটারি

Published on:

Honor X7b 5G Unveiled

গত ডিসেম্বরে, অনর গ্লোবাল মার্কেটে Honor X7b (4G) রিলিজ করেছিল। আর এখন ব্র্যান্ডটি চুপিচুপি ফোনটির 5G ভার্সনকে তাদের গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে। 4G সংস্করণে Qualcomm Snapdragon 680 চিপসেট থাকলেও, Honor X7b 5G-তে MediaTek Dimensity 6020 5G প্রসেসর ব্যবহার হয়েছে। এছাড়াও, এই ফোনটি আইপিএস এলসিডি ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি সহ এসেছে। চলুন ফোনটির দাম সহ সকল ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক।

Honor X7b 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার্স

অনর এক্স7বি 5জি-তে বিশাল 6.8 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা 2,412 x 1,080 পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ম্যাজিক ওএস 7.2 কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, অনর এক্স7বি 5জি-এর রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা সিস্টেমে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করছে, যার সাথে ডেপ্থ এবং ম্যাক্রো শটের জন্য 2 মেগাপিক্সেলের এক জোড়া ক্যামেরা যুক্ত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X7b 5G-এ 35 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ইউএসবি-সি পোর্ট, একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, ডুয়েল স্পিকার, ওয়াই-ফাই 802.11এসি এবং ব্লুটুথ 5.1-এর মতো বৈশিষ্ট্যগুলিও অফার করে৷

Honor X7b 5G-এর মূল্য এবং লভ্যতা

অনর এখনও Honor X7b 5G-এর দাম এবং উপলব্ধতা নিশ্চিত করেনি। শুধুমাত্র জানানো হয়েছে যে, এটি তিনটি শেডে পাওয়া যাবে – মিডনাইট ব্ল্যাক, ক্রিস্টাল সিলভার এবং এমারেল্ড গ্রিন। প্রসঙ্গত, নতুন Honor X7b 5G অনেকটা Honor 90 Smart-এর মতো, যেটি সম্প্রতি ফ্রান্সে 249 ইউরো (প্রায় 22,535 টাকা) দামে লঞ্চ হয়েছে। তবে, 90 Smart-এ ছোট 5,330 এমএএইচ ব্যাটারি, 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ রয়েছে।

সঙ্গে থাকুন ➥