iQOO 12 অ্যানিভার্সারি এডিশন কম দামে কেনার সুযোগ, মিলছে 3,000 টাকা ছাড়

Published on:

iQOO 12 Desert Red Anniversary Edition Sale

আইকো ভারতে তাদের চতুর্থ বার্ষিকী উপলক্ষে গত সপ্তাহে iQOO 12 Desert Red Anniversary Edition লঞ্চ করেছে। আর আজ ফোনটির সেল শুরু হয়েছে। গত ডিসেম্বরে iQOO 12 ভারতে লঞ্চ হয়েছিল। তখন এটি লেজেন্ড এবং আলফা কালার অপশনে পাওয়া যেত। আর এখন এই দুটি কালার ভ্যারিয়েন্টের সাথে ডেজার্ট রেড অপশন যুক্ত হয়েছে। ফ্ল্যাগশিপ ফোনটির দাম শুরু হচ্ছে 52,999 টাকা থেকে এবং এতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, LTPO AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। স্পেশাল অফার হিসাবে 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।

ভারতে iQOO 12 Desert Red Anniversary এডিশনের সেল শুরু

ভারতে আইকো 12 ডেজার্ট রেড অ্যানিভার্সারি এডিশন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির দাম 52,999 টাকা ও উচ্চতর 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 57,999 টাকায় পাওয়া যাবে। আইসিআইসিআই (ICICI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ডের সাথে পেমেন্ট করলে আইকো 12 ডেজার্ট রেড-এর দামের ওপর ফ্ল্যাট 3,000 টাকা ছাড় মিলবে, ফলে কার্যকরী মূল্য 49,999 টাকায় নেমে আসবে।

iQOO 12 Desert Red Anniversary Edition: স্পেসিফিকেশন এবং ফিচার্স

রঙ ছাড়া, আইকো 12 ডেজার্ট রেড অ্যানিভার্সারি এডিশন অন্যান্য কালার অপশনের মতোই। এতে 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে রয়েছে, যা 1.5K (2,800 × 1,260 পিক্সেল) রেজোলিউশন, 452 পিপিআই পিক্সেল ডেনসিটি, 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটট ব্যবহার করা হয়েছে, যা অ্যাড্রেনো 750 জিপিইউ এবং আইকোর নিজস্ব সুপার কম্পিউটিং চিপ, কিউ1-এর সাথে যুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচওএস 14 কাস্টম স্কিনে রান করে। আইকো নিশ্চিত করেছে যে, এটি তিনটি মেজর ওএস আপগ্রেড পাবেন।

ক্যামেরার ক্ষেত্রে, iQOO 12-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 119° ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 3x অপটিক্যাল জুম সহ 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 12-এ 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা 120 ওয়াট ফ্ল্যাশচার্জ চার্জিং সাপোর্ট করে। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, এই ফোনে স্টিরিও স্পিকার সেটআপ এবং হাইফাই (HiFi) অডিও সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

সঙ্গে থাকুন ➥