আজ প্রথমবার iQOO Neo 9 Pro ফোনের সবচেয়ে সস্তা মডেল কেনার সুযোগ, রয়েছে বাম্পার অফার

Published on:

iQOO Neo 9 Pro New Variant Sale

গত 22শে ফেব্রুয়ারি iQOO ভারতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর চালিত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন হিসাবে iQOO Neo 9 Pro লঞ্চ করে। তখন এই ফোন তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে ঘোষণা করা হয়। যদিও সেল শুরু হওয়ার পর দেখা যায় যে, ডিভাইসটির শুধুমাত্র 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি করা হচ্ছে। তবে আজ অর্থাৎ আনুষ্ঠানিক লঞ্চের প্রায় এক মাসের মাথায় এসে অবশেষে iQOO Neo 9 Pro স্মার্টফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস সংস্করণটি এদেশে কেনার জন্য উপলব্ধ হল।

iQOO Neo 9 Pro স্মার্টফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের সেল শুরু হল ভারতে

আইকো নিও 9 প্রো স্মার্টফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 35,999 টাকা। এটি দুটি কালার বিকল্পের সাথে এসেছে, যথা – ফায়ারি রেড এবং কনকারর ব্ল্যাক। আপনারা এই নতুন স্টোরেজ অপশনটি ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং আইকো ইন্ডিয়ার ই-স্টোরের মাধ্যমে আজ এই মুহূর্ত থেকে কিনতে পারবেন।

এবার আসা যাক সেল অফারের প্রসঙ্গে। যেসকল ক্রেতারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনবেন তাদের 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। অথবা বিকল্প অফার হিসাবে তারা 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের লাভও ওঠাতে পারবেন।

iQOO Neo 9 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

আইকো নিও 9 প্রো স্মার্টফোনে 6.78-ইঞ্চির 1.5কে (2800×1260 পিক্সেল) LTPO AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লেও – 1-144 হার্টজ রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস এবং 2160 হার্টজ PWM ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে অ্যাড্রেনো 740 জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে আইকো কিউ১ সুপারকম্পিউটিং চিপও থাকছে। স্টোরেজ হিসাবে এতে 12 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 4.0 মেমরি পাওয়া যাবে। যদিও এই ফোন অতিরিক্তভাবে আরো 12 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফানটাচওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য iQOO Neo 9 Pro স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – এফ/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর (সেন্সর সাইজ – 1/1.49 ইঞ্চি) এবং এফ/2.2 অ্যাপারচার ও OIS সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/2.45 অ্যাপারচার সমর্থিত 16 মেগাপিক্সেলের সেলফি শ্যুটার লক্ষ্যণীয়। তদুপরি অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে হ্যান্ডসেটটি – ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার সিস্টেম, একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, একটি আইআর ব্লাস্টার এবং 6কে ভিসি লিকুইড-কুলড 3D হিট ডিসিপেশন সিস্টেম সহ এসেছে।

কানেক্টিভিটির জন্য iQOO Neo 9 Pro মডেলে ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.3, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু এবং নাভিক অন্তর্ভুক্ত থাকছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে 5,160 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 120 ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি 65 ওয়াট ইউএসবি পাওয়ার ডেলিভারি চার্জিংও সমর্থন করে। iQOO Neo 9 Pro স্মার্টফোনের পরিমাপ 163.53×75.68×8.34 মিমি (ফায়ারি রেড) / 7.99 মিমি (কনকারর ব্ল্যাক) এবং ওজন 190 গ্রাম (ফায়ারি রেড) / 196 গ্রাম (কনকারর ব্ল্যাক)।

সঙ্গে থাকুন ➥