লঞ্চের আগেই নিশ্চিত! OnePlus Ace 2 Pro ফোনে থাকবে 150W ফাস্ট চার্জিংয়ের সাথে 1.5K ডিসপ্লে

Avatar

Published on:

OnePlus Ace 2 Pro Spotted 3C Certification

OnePlus Ace 2 Pro আগামী মাসে লঞ্চ হতে চলেছে। কিছুদিন আগে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে এই ফোনটিকে দেখা গিয়েছিল। সেখান থেকে জানা যায় যে, ডিভাইসটি ১৬ জিবি র‌্যামের সাথে আসবে এবং এতে প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকবে। এছাড়াও আসন্ন OnePlus Ace 2 Pro ফোনের কিছু মুখ্য স্পেসিফিকেশন সামনে এনেছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। তিনি বলেছেন, এতে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।

আজ আবার ওয়ানপ্লাস এস ২ প্রো ফোনকে লঞ্চের আগে চীনের থ্রিসি (3C) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই লিস্টিংটি নিশ্চিত করেছে যে আপকামিং এই ডিভাইসে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। আর এর মডেল নম্বর হবে পিজেএ১১০।

OnePlus Ace 2 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস এস ২ প্রো ফ্ল্যাগশিপ ফোনে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি+ পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর ডিভাইসটি ২৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ দেওয়া হবে। আর ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি রিয়ার ক্যামেরা থাকবে। 

এই ক্যামেরাগুলি হবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। OnePlus Ace 2 Pro এর অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.১-এ চলবে। এতে দেওয়া ব্যাটারি হবে ৫০০০ এমএএইচ, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সঙ্গে থাকুন ➥