OnePlus Nord 3 5G এবং Nord CE 3 মিড রেঞ্জে বছরের সেরা বাজি হবে, কবে লঞ্চ হবে জানিয়ে দিল Amazon

Avatar

Published on:

OnePlus Nord 3 5G Nord CE 3 to launch along with buds 2r amazon availability confirmed

OnePlus ভারতে তাদের আসন্ন Nord-ব্র্যান্ডেড ডিভাইসের লঞ্চ নিয়ে টিজ করা শুরু করেছে। কোম্পানি তাদের এই জনপ্রিয় মিড-রেঞ্জ লাইনআপটির অধীনে একাধিক প্রোডাক্ট বাজার আনার পরিকল্পনা করছে। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন Nord-সিরিজের ফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও প্রকাশ করা হয়েছে। এছাড়াও, অ্যামাজন (Amazon)-এর সাইটে OnePlus Nord 3 5G স্মার্টফোন এবং OnePlus Buds 2r-এর একটি ল্যান্ডিং পেজও লাইভ হয়েছে, যা এই ই-কমার্স প্ল্যাটফর্মে উল্লেখিত ডিভাইসগুলির উপলব্ধতা নিশ্চিত করে। এমনকি, ওয়ানপ্লাস গত সপ্তাহেই ভারতে Nord Buds 2r লঞ্চের তারিখও ঘোষণা করেছে। আসুন এই নতুন ওয়ানপ্লাস ডিভাইসগুলির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

তিনটি OnePlus Nord ডিভাইস শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

অফিসিয়াল ওয়ানপ্লাস ওয়েবসাইটে লাইভ হওয়া মাইক্রোসাইটটি দুটি নতুন ফোন এবং একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন সহ মোট তিনটি নর্ড-ব্র্যান্ডের ডিভাইসের আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। যদিও, এই ফোনগুলির নাম স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি, এগুলি আপাতত নিউ নর্ড #১ এবং নিউ নর্ড #২ হিসাবে তালিকাভুক্ত রয়েছে। ওয়ানপ্লাস এখনও হ্যান্ডসেটগুলির লঞ্চের জন্য কোনও নির্দিষ্ট তারিখও ঘোষণা করেনি, তবে সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা যায় যে, উভয় ডিভাইসই ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর-এর সাথে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে, যা আগামী ৫ জুলাই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।

পূর্বে প্রকাশিত কিছু রিপোর্টে বলা হয়েছে যে, নতুন নর্ড সিরিজের ফোনগুলি OnePlus Nord 3 5G এবং Nord CE 3 নামে বাজারে আসবে। এগুলি গত বছরের Nord 2 এবং Nord CE 2-এর উত্তরসূরি হবে। মাইক্রোসাইটটি নিশ্চিত করে যে, New Nord #1 (ওরফে Nord 3 5G)-এ ব্র্যান্ডের আইকনিক অ্যালার্ট স্লাইডারটি থাকবে। একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে এবং সবুজ রঙের বিকল্পে স্মার্টফোনটিকে প্রদর্শন করা হয়েছে। কিন্তু, এই মাইক্রোসাইট থেকে New Nord #2 (ওরফে Nord CE 3) সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, নতুন ডিভাইসগুলির লঞ্চ ইভেন্ট যত এগিয়ে আসবে, ততই এগুলির সম্পর্কে আরও বিশদ বিবরণ তারা প্রকাশ করবে।

এদিকে, OnePlus Nord Buds 2r ইয়ারবাডটি ডিপ গ্রে এবং ট্রিপল ব্লু কালারের পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। এই ইয়ারবাডস স্টেম এবং সিলিকন ইয়ার টিপস সহ পূর্বসূরি Nord Buds 2-এর মতো সেমি-ইন-ইয়ার ডিজাইন অফার করবে। আগামী ৫ জুলাই ওয়্যারেবলটির লঞ্চের দিন এটির দাম সহ অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে।

সঙ্গে থাকুন ➥