HomeMobilesজামাই ষষ্ঠীর দিনের OnePlus Nord সিরিজের এই ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

জামাই ষষ্ঠীর দিনের OnePlus Nord সিরিজের এই ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

OnePlus তাদের মিড রেঞ্জ ফোন OnePlus Nord CE 2 এর জন্য নতুন আপডেট রোলআউট করল। আপাতত ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই আপডেট আনা হয়েছে। এই আপডেটের সাথে মে মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। অর্থাৎ OnePlus Nord CE 2 ফোনের কিছু বাগ ঠিক করা হয়েছে এই আপডেটে।

ওয়ানপ্লাসের ফোরাম থেকে জানা গেছে, OnePlus Nord CE 2 এর জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন IV2201_11.F.48। ফোরাম পোস্ট অনুযায়ী, মে মাসের সিকিউরিটি প্যাচ ছাড়াও, এই আপডেট ফোনে ব্যাকগ্রাউন্ড ডিসপ্লে এফেক্ট আগের থেকে আরও উন্নত করবে। এছাড়া ব্রাইটনেস কন্ট্রোলের সমস্যাও সমাধান করা হয়েছে।

ওয়ানপ্লাসের তরফে নিশ্চিত করা হয়েছে যে, শুরুতে সীমিত সংখ্যক ওয়ানপ্লাস নর্ড সিই ২ ব্যবহারকারীদের কাছে আপডেট পৌঁছাবে। তারা কোনো সমস্যার কথা না জানালে এরপর সবার জন্য রোলআউট করা হবে। অর্থাৎ সবাই একসাথে আপডেট পাবে না।

তাই আপনি যদি ওয়ানপ্লাস নর্ড সিই ২ ব্যবহার করেন এবং এখনও আপডেটের কোনো নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে ফোনের Settings থেকে গিয়ে About Phone এবং Update সেকশনে গিয়ে কোনো নতুন আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

RELATED ARTICLES

Most Popular