HomeMobiles৬৫০০ টাকা ছাড়, এই পুজোয় Oppo F19s সবচেয়ে কম দামে কেনা যাবে...

৬৫০০ টাকা ছাড়, এই পুজোয় Oppo F19s সবচেয়ে কম দামে কেনা যাবে এখান থেকে

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই ফোনের উপর ৫ হাজার টাকার দিওয়ালি সুপার কুপন দেওয়া হবে। এর পাশাপাশি ICICI ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে ১,৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট।

Oppo-র নিজস্ব ওয়েবসাইটে এখন চলছে Festival Offer 2022। আর এই অফার কাজে লাগিয়ে আপনি অনেক সস্তায় একটি স্মার্টফোন কিনে নিতে পারেন। যদিও আমরা সমস্ত হ্যান্ডসেট নয়, এই প্রতিবেদনে এমন একটি স্মার্টফোনের কথা বলবো, যা ২০,০০০ টাকার কমে পাওয়া যাবে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি Oppo F19s সম্পর্কে। এই ফোনের দাম ১৯,৯৯০ টাকা।

তবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই ফোনের উপর ৫ হাজার টাকার দিওয়ালি সুপার কুপন দেওয়া হবে। এর পাশাপাশি ICICI ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে ১,৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট। ফলে Oppo F19s কেনা যাবে মোট ৬,৫০০ টাকা কমে।

Oppo F19s এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো এফ১৯এস ফোনে আছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে ২০:৯ এসপেক্ট রেশিও, ৬০ হার্টজ রিফ্রেশ রেট টাচ ও ৮০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের চারপাশে সরু বেজেল, ফোনের লুককে আকর্ষণীয় করেছে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, ওপ্পো এফ১৯এস ফোনের সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ফোনটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular